#নয়াদিল্লি: আজকের দিনে আধার কার্ড (Aadhaar) অত্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্ট৷ ইদানিং জাল আধার কার্ডের একাধিক ঘটনা সামনে এসেছে৷ আধার নম্বর জারি করা সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই (UIDAI) আধার ফ্রড থেকে বাঁচার জন্য পরামর্শ দিচ্ছে৷ আপনার আধার বৈধ না অবৈধ তা অনলাইন ও অফলাইন দুভাবে চেক করে নেওয়া যায়৷
যেখানে অনলাইনে ভেরিফিকেশনের কথা, আধার কার্ডের কিউআর কোড থেকে সমস্ত তথ্য ভেরিফাই করা যেতে পারে৷ আপনার আধার কার্ড কোনও গণ্ডগোল করা হয়েছে কিনা কিউআর কোড দিয়ে তা ভেরিফাই করা হবে৷ কিউআর কোড প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যায় আধার কিউআর স্ক্যানার৷ অ্যাপের দ্বারা এটা পড়া যায়৷ হালে ইউআইডিএআই বাজারে পাওয়া যাওয়া পিভিসি আধার কার্ডকে ব্যান করে দিয়েছে৷
এরকমভাবে করুন ভেরিফাই
>> সবচেয়ে আগে ইউআইডিএআই তে গিয়ে ওয়েবসাইটে uidai.gov.in তে যান
>> এই সাইটে অনেক অপশন থাকে৷ যেখান থেকে আপনাকে My Aaddhaar ক্লিক করতে হবে
>> এই সার্ভিস লিস্টে আপনি Verify an Aadhaar number বেছে নেবে
>> এথন আধার কার্ডে দেওয়া ১২ সংখ্যা এন্টার করুন তারপর ক্যাপচা ভরে Proceed to Verify -র ওপরে ক্লিক করে দিন
>> এরপর পরের পেজে পৌঁছবেন৷ যাতে বয়স, রাজ্য, লিঙ্গ, মোবাইল নম্বর দেবেন৷ এভাবেই কার্ডের বৈধতা বেছে নেবেন৷