বহরমপুর গার্লস কলেজে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা! কেন এই আয়োজন? কারণ জানলে স্যালুট করবেন

Last Updated:

Berhampore Girls' College Fair: বহরমপুর গার্লস কলেজে উদ্ভাবনী হস্তশিল্প প্রদর্শনী ও মেলার আয়োজন। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার উপ পৌরপিতা স্বরূপ সাহা মেলার উদ্বোধন করেন

কলেজে উদ্ভাবনী হস্তশিল্প ও প্রদর্শনী মেলার আয়োজন
কলেজে উদ্ভাবনী হস্তশিল্প ও প্রদর্শনী মেলার আয়োজন
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ বহরমপুরের কলেজে উদ্ভাবনী হস্তশিল্প প্রদর্শনী ও মেলার আয়োজন। ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশে ও তাঁদের উদ্ভাবনী শক্তিকে পাথেয় করে আগামীদিনে যাতে তাঁরা সাবলম্বী হতে পারেন সেই লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। অভিনব উদ্যোগ নিয়েছে বহরমপুর গার্লস কলেজ।
বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার উপ পৌরপিতা স্বরূপ সাহা মেলার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. হেনা সিনহা সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকারা। জানা যাচ্ছে, উদ্ভাবনীর উদ্দেশ্যেই ‘আর্ন বাই লার্ন’।
আরও পড়ুনঃ কখনও হাত ধরে টানছে, কখনও লুকোচুরি খেলছে! ছোট্ট মেঘলার দুষ্টুমিতে ডুয়ার্স জুড়ে খুশির আমেজ
নিজেদের হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস ও হাতে বানানো নানা রকম খাবারের পসরা সাজিয়ে ২৪টি স্টল দিয়েছেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। নারী উদ্যোগে প্রতিষ্ঠিত বিভিন্ন সংস্থাও এখানে স্টল দিয়েছে। কেউ হাতে আঁকা ছবি, কেউ হাতে তৈরি সুন্দর গয়না, কেউ আবার ফুচকা, ঘুগনি, পাপড়ি চাটের স্টল দিয়েছেন। দুর্গাপুজোর আগে বিকিকিনিও বেশ ভাল হচ্ছে।
advertisement
advertisement
ছাত্রীদের থেকে জিনিস কিনে ও ছাত্রীদের মধ্যে এই উৎসাহ দেখে অত্যন্ত খুশি সকল অধ্যাপক-অধ্যাপিকারা। পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রমের বাইরে গিয়ে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সকল ছাত্রী যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন, সেই বিষয়ে তাঁদের উৎসাহিত করতেই মূলত এই হস্তশিল্প প্রদর্শনী ও মেলার আয়োজন বলে জানান বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ড. হেনা সিনহা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহরমপুর গার্লস কলেজে হস্তশিল্প প্রদর্শনী ও মেলা! কেন এই আয়োজন? কারণ জানলে স্যালুট করবেন
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement