North 24 Parganas News: এ যেন শিষ্যের সাফল্যেই গুরুর সাফল্য, বাংলার এই মেয়ে গর্বিত করল সকলকে
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
North 24 Parganas News: এ যেন শিষ্যের সাফল্যেই গুরুর সাফল্য। গুরুর স্বপ্ন থাকলেও অধরাই থেকে গিয়েছে সাফল্য, তবে গুরুর সেই স্বপ্নপূরণেই বাংলার এই মহিলা প্রতিযোগী যা করে দেখালেন, হতবাক সকলের।
উত্তর ২৪ পরগনা: এ যেন শিষ্যের সাফল্যেই গুরুর সাফল্য। গুরুর স্বপ্ন থাকলেও অধরাই থেকে গিয়েছে সাফল্য, তবে গুরুর সেই স্বপ্নপূরণেই বাংলার এই মহিলা প্রতিযোগী যা করে দেখালেন, হতবাক সকলের। বাংলার এই মেয়ে আন্তর্জাতিক স্তরের তাইকন্ডোও চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ প্রতিযোগীদের ধরাশায়ী করে ছিনিয়ে আনলেন স্বর্ণপদক। পদক জয় করে গুরুর হাতেই তুলে দিলেন সেই জয়ের মেডেল।
তবে এখানেই শেষ নয়, সামনে আরও এগিয়ে অলিম্পিকের মেডেল জয় করাই যেন এখন পাখির চোখ করেছেন হাবড়া কামিনী কুমার গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সায়ন্তনী দে। স্কুলের পড়াশোনা সামলে অবসর সময়ে পেলেই সকাল-বিকেল চলে প্রশিক্ষণ। মেয়ের এই তাইকোন্ডো শেখার ক্ষেত্রে সায়ন্তনীর পরিবারও সব সময় পাশে ছিলেন। আগামী দিনে আরও সাফল্য আসুক মেয়ে সায়ন্তনীর হাত ধরে, দেশের জন্য কিছু করুক চাইছেন সায়ন্তনীর মা শ্রাবণী দেও।
advertisement
advertisement
মাত্র পাঁচ বছর বয়স থেকেই প্রশিক্ষক দেবেশ বিশ্বাস এর প্রশিক্ষণে সেলফ ডিফেন্স ও তাইকন্ডো খেলার কৌশল রপ্ত করে সায়ন্তনী। বর্তমানে এই প্রশিক্ষণ কেন্দ্রে আরও ছাত্রছাত্রীরা প্রশিক্ষণ নিলেও, আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক প্রথম আসলো সায়ন্তনীর হাত ধরেই জানালেন প্রশিক্ষক। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় বাংলা থেকে ৯ জন প্রতিযোগী অংশ নিলেও একমাত্র সায়ন্তনী জিতেছেন স্বর্ণপদক। ফলে এখন দক্ষিণ হাবড়ার কোরিয়ান তাইকন্ডো একাডেমির ছাত্রছাত্রীরাও রীতিমতো উচ্ছ্বসিত সায়ন্তনীর এই সাফল্যকে ঘিরে, চলছে সেলিব্রেশনও।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2024 11:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: এ যেন শিষ্যের সাফল্যেই গুরুর সাফল্য, বাংলার এই মেয়ে গর্বিত করল সকলকে