North 24 Parganas News: হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা

Last Updated:

এক সময়ে গ্রামবাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই শিল্প। হারিয়ে যেতে বসা পুতুল নাচ ঘিরেই মানুষের উৎসাহ চোখে পড়ল অশোকনগর গোলবাজার এলাকায়।

+
পুতুল

পুতুল নাচ শিল্প

উত্তর ২৪ পরগনা: আধুনিকতার যুগে মুঠো ফোনে বন্দি হয়েছে গোটা দুনিয়া। সেই জায়গায় কিছুটা হলেও হারিয়ে যেতে বসা পুতুল নাচ ঘিরেই মানুষের উৎসাহ চোখে পড়ল অশোকনগর গোলবাজার এলাকায়। উৎসব উপলক্ষেই এই পুতুল নাচের আয়োজন করা হয়েছে বাজার সমিতির তরফে। এলাকার মানুষদের হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যের পুতুল নাচ তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। এক সময়ে গ্রামবাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই পুতুল নাচ।
গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় সুতোতে ঝোলানো পুতুলের নৃত্য দেখতে গ্রামবাংলার কচিকাঁচা থেকে মহিলা সহ সকল মানুষই ভিড় জমিয়েছিলেন এই পুতুল নাচ দেখতে। তবে, এখন আর সেভাবে দেখা মেলে না এই পুতুল নাচ শিল্পের। অভাবের তাড়নায় নতুন প্রজন্মও মুখ ফিরিয়েছে এই শিল্পকলা থেকে। ফলে, পুরনো প্রজন্মের গুটি কয়েক লোকেরাই বাঁচিয়ে রেখেছেন এই লোকসংস্কৃতিকে।
advertisement
advertisement
গ্রামবাংলার বিভিন্ন মেলা, উৎসবে জেলা সহ রাজ্যের নানা প্রান্তে এই পুতুল নাচ পরিবেশন করেই এখনও রোজগার করছেন বেশ কিছু শিল্পী। লোকে ভুলতে বসেছে বাংলার ঐতিহ্যের পুতুল নাচ তাই তার প্রতি আকর্ষণ ফেরাতেই শিল্পী ও কলাকুশলীরা এদিন পরিবেশন করলেন পুতুল নাচ। আর বেশ কয়েক দিন ধরে চলা এই পুতুল নাচ দেখতেই এখন ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল অশোকনগর গোল বাজারে এলাকায়। কচিকাঁচারাও এই পুতুল নাচ দেখে বেশ খুশি। আর এভাবেই বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে এভাবেই বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement