Bengali Video: পাশেই একাধিক গ্যাস সিলিন্ডার, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল খাবারের দোকানে‍! হোলিতে ব্যাপক আতঙ্ক বাঁকুড়ায়...

Last Updated:

মঙ্গলবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরে। বড়বাজার সুভাষ রোড এলাকায় একটি বন্ধ স্ন্যাকসের দোকানের থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা

+
আগুন

আগুন জ্বলছে

বাঁকুড়া: বসন্ত উৎসবের রেশ কাটতে না কাটতেই ঘুম উড়ল শহরের। মঙ্গলবার সকালেই ঘটে যেতে পারত চরম দুর্ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে বাঁকুড়া শহরে ছড়াল আতঙ্ক। পাশেই রাখা ছিল গ্যাস সিলিন্ডার।
মঙ্গলবার সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনা বাঁকুড়া শহরে। বড়বাজার সুভাষ রোড এলাকায় একটি বন্ধ স্ন্যাকসের দোকানের থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তাঁরাই দোকানের মালিককে খবর দেন। তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দোকানের শাটার খুলতেই কালো কুণ্ডলী পাকানো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যেই দপ করে জ্বলে উঠে আগুন।
advertisement
advertisement
খাবারের দোকান হওয়ায় ভিতরে মজুত করা ছিল একাধিক গ্যাস সিলিন্ডার। ফলে ঘটতে পারতো চরম দুর্ঘটনা। তবে স্থানীয়দের তৎপরতা ও দমকল কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাঁফ ছেড়ে বাঁচে এলাকার মানুষ। দোকান মালিক জানান, গতকাল থেকে দোকানে বিদ্যুৎ ছিল না। অফিসে অভিযোগ জানিয়েছিলাম, আজ সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করতে এসে ওই কালো ধোঁয়া দেখতে পান। এরপর স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কীভাবে কী হল তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে ব্যস্ত বাজারের মধ্যে খাবারের দোকান করা এবং তার মধ্যে গ্যাস সিলিন্ডার মজুত রাখার ঘটনায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যাবতীয় লাইসেন্স নিয়ে এই দোকান চলছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী অরূপ ব্যানার্জি।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Video: পাশেই একাধিক গ্যাস সিলিন্ডার, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল খাবারের দোকানে‍! হোলিতে ব্যাপক আতঙ্ক বাঁকুড়ায়...
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement