#দুর্গাপুর: দুর্গাপুরের বাসিন্দা রঞ্জিত চট্টোপাধ্যায় ছেলে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে মার্চ মাসের ১২ তারিখ ভেলোরে গিয়ছিলেন চিকিৎসা করাতে । তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে। কিছুদিন হলো স্ত্রীও গত হয়েছেন। ছেলেকে নিয়ে তিনি ভেলোরে গিয়ে ফিরতে পারছেন না।
২৫ তারিখ তাদের ট্রেনে ফেরার কথা ছিল। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ায় ফিরতে পারছেন না৷ দুর্গাপুরের ইস্পাত কারখানার এই অবসরপ্রাপ্ত কর্মী। হোটেল ভাড়া এবং খাবার খরচ করার মত টাকা প্রায় শেষ হয়ে এসেছে। করুন আবেদন জেলা প্রশাসন ও রাজ্য সরকারের কাছে তাদের জন্য কোন ব্যবস্থা করা বা বাংলায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জন্য ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।