Bengali News: বিপজ্জনক সেতুর উপর দিয়ে প্রাণ হাতে নিয়ে চলাচল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
খালের উপর অবস্থিত এই সেতু জুড়েছে রাজাপুর করাবেগ, বাটরা, মনসাতলা, ধোসার মতো বেশ কয়েকটি গ্রামকে। স্কুল, কলেজ-সহ নানা প্রয়োজনে এই ব্রিজের উপর দিয়েই পৌঁছতে হয় রাজাপুর করাবে গ্রাম পঞ্চায়েতে
দক্ষিণ ২৪ পরগনা: নামেই ব্রিজ, দু’দিকে নেই কোনও গার্ডওয়াল। এই ব্রিজ দিয়ে পাড় হওয়ার সময় বুকের মধ্যে ঢিপঢিপ করে গ্রামের মানুষের, মনে হয় এই যেন খালে পড়ে গেলাম! কিছুদিন আগে এই ব্রিজ পার হতে গিয়ে পড়েও গিয়েছিল এক শিশু। বরাত জোরে বেঁচে গিয়েছে। বর্ষায় সময় জরাজীর্ণ সেতুর মাথা প্রায় জল ছুঁয়ে যায়। এই অবস্থাতেই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে জয়নগর-১ ব্লকের রাজাপুর করাবেগের মানুষ।
খালের উপর অবস্থিত এই সেতু জুড়েছে রাজাপুর করাবেগ, বাটরা, মনসাতলা, ধোসার মতো বেশ কয়েকটি গ্রামকে। স্কুল, কলেজ-সহ নানা প্রয়োজনে এই ব্রিজের উপর দিয়েই পৌঁছতে হয় রাজাপুর করাবে গ্রাম পঞ্চায়েতে। গত কয়েক বছর বেহাল সেতুর উপর বন্ধ হয়েছে ভারী যান চলাচল৷ যার জেরে সাধারণ মানুষের সঙ্গে অসুবিধায় পড়েছেন গাড়ি চালকরা। এই ভাঙা সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়ে অটো, মোটর ভ্যান, টোটোর মত গাড়িগুলি পার হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ বারে বারে প্রশাসনকে জানানো হলেও সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বেশ কয়েকবার সেতুটির মাপজোক, মাটি পরীক্ষা হলেও কাজের কাজ কিছু হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, বড় কোনও দুর্ঘটনা ঘটলে তবেই হয়ত টনক নড়বে। হাসপাতাল, ট্রেন ধরা-সহ নানা প্রয়োজনে দক্ষিণ বারাসত পৌঁছনোর জন্য এই সেতুই ভরসা৷ অন্য ভাবে গেলে বেশ কয়েক কিলোমিটার ঘুরে যেতে হয়৷ এই সেতু ভেঙে পড়লে খুবই সমস্যায় পড়তে হবে৷ এই ব্রিজের পাশ দিয়েই তৈরি করা হয়েছিল বাইপাস৷ সেই বাইপাসের অবস্থা বেহাল। সেখান দিয়ে কোনও বড় গাড়ি যাতায়াত করতে পারে না৷
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 2:04 PM IST