Bengali News: সরকারি টাকা মানেই হরির লুট! কেনার পর শুধু শুধু পড়ে আছে অ্যাম্বুলেন্স, অসুস্থের কাজে লাগে না

Last Updated:

পঞ্চায়েত অফিসের ভিতরে দিনের পর দিন ফেলে রাখায় খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে এটি সারিয়ে গ্রামের মানুষের পরিষেবায় আবার ব্যবহার করার দাবি তোলা হয়েছে

+
অ্যাম্বুলেন্স

অ্যাম্বুলেন্স

হুগলি: দরকারে একদিকে যখন মানুষ পরিজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পায় না, তখন গোঘাটে পঞ্চায়েত অফিসে পড়ে থেকে নষ্ট হচ্ছে অ্যাম্বুলেন্স। অবস্থা এমনই যে শুধু শুধু অ্যাম্বুলেন্স পড়ে আছে, কিন্তু গ্রামের রোগীরা হাসপাতালে যাওয়ার জন্য সেটা ব্যবহার করতে পারছেন না। স্বাভাবিকভাবে এই বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে গোঘাটের হাজিপুর পঞ্চায়েতের এই অ্যাম্বুলেন্সটি। ফলে ক্ষোভে ফুঁষছেন স্থানীয়রা। বিধায়ক তহবিলের অর্থে এই অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছিল। কিন্তু সেটি ব্যবহার না করে পঞ্চায়েত অফিসের ভিতরে দিনের পর দিন ফেলে রাখায় খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে এটি সারিয়ে গ্রামের মানুষের পরিষেবায় আবার ব্যবহার করার দাবি তোলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন‌ও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে কেউ অসুস্থ হয়ে পড়লে মোটা টাকা খরচ করে বেসরকারি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। সব মিলিয়ে সরকারি টাকা খরচ করে এই অ্যাম্বুলেন্সটি কেনা হলেও তা মানুষের কোন‌ও কাজে লাগছে না।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
গ্রামবাসীদের অভিযোগ প্রসঙ্গে শাসকদলের অঞ্চল সভাপতি মীর আফসার আলি জানান, গ্রামের স্বার্থে তৎকালীন বিধায়ক তাঁর তহবিল থেকে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলেন ঠিকই, কিন্তু বেশ কিছুদিন চলার পর তা বেহাল অবস্থায় পড়ে আছে। খুব শীঘ্রই ওই অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হবে বলে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সরকারি টাকা মানেই হরির লুট! কেনার পর শুধু শুধু পড়ে আছে অ্যাম্বুলেন্স, অসুস্থের কাজে লাগে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement