Bengali News: রেল লাইনের কাজে রাতে বন্ধ থাকবে রাস্তা, সীমান্ত বাণিজ্য নিয়ে চিন্তা

Last Updated:

পূর্ব রেলের পক্ষ থেকে রেল গেট এলাকার লাইন মেরামতির দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য রেলগেট ব্যবহার করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

বনগাঁ ১ নম্বর রেলগেট
বনগাঁ ১ নম্বর রেলগেট
উত্তর ২৪ পরগনা: সীমান্ত শহর বনগাঁর এক নম্বর রেলগেট হয়ে চলে গিয়েছে যশোর রোড। আর এই যশোর রোডের উপর দিয়েই গিয়েছে বনগাঁ-রানাঘাট রেল লাইন। প্রতিদিনের ভারী যানবাহন ও ট্রাকের চাপে কার্যত ধ্বস্ত অবস্থা রেললাইনের, বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাই পূর্ব রেল ঠিক করেছে সীমান্ত এলাকার এই রেললাইন মেরামত করবে। আর তাতেই পণ্য পরিবহণ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন ব্যবসায়ীরা।
ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে রেল গেট এলাকার লাইন মেরামতির দিন ও সময় জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই সময়ের জন্য রেলগেট ব্যবহার করে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১১ টা থেকে ভোর ৬ পর্যন্ত রেলগেটের লেভেল ক্রসিং-এ গুরুত্বপূর্ণ কাজের জন্য বন্ধ রাখা হবে গেট। এই বিজ্ঞপ্তি দেখে চিন্তায় পড়ে গিয়েছেন সীমান্ত এলাকার ব্যবসায়ীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
মূলত রাতের দিকেই বেশি পণ্যবাহী গাড়ি এখান দিয়ে সীমান্তের দিকে যায়। ফলে টানা কয়েকদিন রাতের দিকে গেট বন্ধ থাকলে সীমান্ত বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এতে তাঁদের বিপুল ক্ষতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। যদিও স্থানীয় প্রশাসন বিকল্প রাস্তা হিসাবে দু’নম্বর রেলগেট হয়ে পেট্রাপোল যাওয়ার প্রাথমিক চিন্তা-ভাবনা করছে। কিন্তু এই রাস্তা দিয়ে পণ্যবাহী বড় গাড়ি যাতায়াত অসম্ভব বলে জানিয়ে দিয়েছে স্থানীয়রা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রেল লাইনের কাজে রাতে বন্ধ থাকবে রাস্তা, সীমান্ত বাণিজ্য নিয়ে চিন্তা
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement