Bengali News: সাগরে বইছে খুশির জোয়ার, রাতারাতি ১৯১ টি প্রকল্পের উদ্বোধন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
একটি ব্লকের মধ্যে এত কাজ একসঙ্গে হওয়ায় নজির সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সমস্ত কাজ করতে খরচ হবে ৩৬ কোটি টাকা
গঙ্গাসাগর: নয়া নজির সৃষ্টি হল সাগরে। একটি অথবা দুটি নয়, একসঙ্গে ১৯১ টি প্রকল্পের উদ্বোধন হল সেখানে। সাগরের কয়ালপাড়া হরিমঞ্চ সংলগ্ন এলাকায় একাধিক প্রকল্পের নাম লেখা ফলক বসানো হয়েছে। এই কাজের সূচনা করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
আরও পড়ুন: শুকনো সুপারি বাঁচাতে ভরসা রসালো আনারসে!
একটি ব্লকের মধ্যে এত কাজ একসঙ্গে হওয়ায় নজির সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। সমস্ত কাজ করতে খরচ হবে ৩৬ কোটি টাকা। এই কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, মৎস্য বিপনী ও জেলা পরিষদের কৃষি ও সমবায় দফতরের অর্থে সাগরে মজে যাওয়া ৮ টি খাল সংস্কারের উদ্যোগ নেওয়া।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই খালগুলির উপর বহু কৃষক নির্ভরশীল। এই নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, এই সমস্ত কাজের খুবই প্রয়োজন ছিল। একাধিক দফতরের উদ্যোগে সমস্ত কাজ করা সম্ভব হয়েছে।সমস্ত কাজ একসঙ্গে উদ্বোধন হওয়ায় খুশি সকলে। এতগুলি প্রকল্পের উদ্বোধন একসঙ্গে করে নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা। ভবিষ্যতে এমন কাজ আরও অন্য ব্লকে হয় কিনা সেটাই এখন দেখার।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 5:35 PM IST