Agriculture News: শুকনো সুপারি বাঁচাতে ভরসা রসালো আনারসে!

Last Updated:

সুপরি গাছের মাঝেই আনারস গাছ রোপণ করেছি। এই গাছের পাতা শক্ত হয়। বন‍্যপ্রাণীরা বাগানে ঢুকলেও এই পাতার কারণে যাতায়াত করতে পারে না

+
আনারস

আনারস গাছ

আলিপুরদুয়ার: সুপারি বাগান বাঁচাতে ভরসা রসালো আনারস! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শুকনো খটখটে সুপারি রক্ষা করতে এখন আনারসেরই দারস্থ হয়েছেন সাতালির কৃষকরা। কারণ জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতি এখানকার সুপারি ক্ষেতগুলো পুরো লণ্ডভণ্ড করে দিচ্ছে। তবে তার চারিপাশে আনারস গাছ বসালে কাঁটার জন্য সুপারি বাগানে ঢুকতে বাধা পাচ্ছে হাতিরা। এইভাবেই সুপারি বাগানকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা।
সাতালি এলাকার কৃষকেরা নিত‍্যনতুন ভাবনা এনে ফসল রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলের পার্শ্ববর্তী এলাকা সাতালি। জেলার মধ‍্যে অন্যতম কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। আবার এই এলাকাতেই দেখা যায় হাতি, বাইসন, বুনো শুয়োরদের দৌরাত্ম্য। সেই অত্যাচার বর্তমানে বেড়েছে। ফলে কৃষকদের জীবিকা নিয়েই টানাটানি পড়ে গিয়েছে। এলাকাটি প্রধানত সুপরি চাষের জন‍্য বিখ‍্যাত। এলাকার ২৫ জন কৃষকের মধ‍্যে কেউ ২, আবার কেউ ৩ বিঘা জমিতে সুপরি চাষ করেন। এছাড়াও প্রতিটি ঋতুতে শাকসবজি, শস‍্যের চাষ‌ও হয়। সেই চাষেও আক্রমণ করে হাতি। তবে সুপরি বাগান যাতে নষ্ট না হয় তারজন‍্য আগে বোদেলা গাছের চাষ শুরু হয়েছিল। পাশাপাশি শুরু হয়েছে আনারসের চাষ। সুপরি গাছের মাঝেই আনারস চাষ হচ্ছে। বড় হয়েছে গাছগুলি।
advertisement
advertisement
এই বিষয়ে এলাকার কৃষক ভানু শর্মা জানান, সুপরি গাছের মাঝেই আনারস গাছ রোপণ করেছি। এই গাছের পাতা শক্ত হয়। বন‍্যপ্রাণীরা বাগানে ঢুকলেও এই পাতার কারণে যাতায়াত করতে পারে না। আনারস কাঁটাযুক্ত ফল হ‌ওয়ায় তারি খেতেও পারবে না।
আরও খবর পড়তে ফলো করুন
এর ফলে অবশ্য এখানকার কৃষকদের জোড়া লাভ হয়েছে। একদিকে সুপারি বাগান রক্ষা পাচ্ছে, অন্যদিকে আনারস বাজারে বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারছেন।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Agriculture News: শুকনো সুপারি বাঁচাতে ভরসা রসালো আনারসে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement