Bengali News: পাশ্চাত্য নয়, এই দেশেই শিক্ষা ব্যবস্থার হাতে খড়ি হয়েছিল! এই জায়গায় এলেই পাবেন প্রমাণ
- Reported by:RANJAN CHANDA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
প্রাচীন ভারতেই বহুকাল আগে শুরু হয় শিক্ষাব্যবস্থা। এক বিশেষ প্রণালীর মধ্য দিয়ে ক্রমবর্ধমান বিকাশের পথ ধরে আজ পরিচিতি লাভ করেছে বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ বিজ্ঞান সহ আধুনিক শিক্ষার নানান দিক
পশ্চিম মেদিনীপুর: পাশ্চাত্য প্রভাবের বহুকাল আগেই ভারতবর্ষে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞানের সূচনা হয়েছিল। পাশ্চাত্য প্রভাবের পর বিজ্ঞান গবেষণায় উন্নতি সাধন হলেও আধুনিক শিক্ষা ব্যবস্থার ব্যুৎপত্তি ভারতবর্ষেই। আইআইটি খড়্গপুরের ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা IKS-এর বিশেষ মিউজিয়ামে এলেই এই দেশের জ্ঞান-বিজ্ঞানের ধারা ও প্রাচীন শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তা জানতে পারবেন।
প্রাচীন ভারতেই বহুকাল আগে শুরু হয় শিক্ষাব্যবস্থা। এক বিশেষ প্রণালীর মধ্য দিয়ে ক্রমবর্ধমান বিকাশের পথ ধরে আজ পরিচিতি লাভ করেছে বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, মহাকাশ বিজ্ঞান সহ আধুনিক শিক্ষার নানান দিক। ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রভাব অবশ্যই বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান গবেষণার আজ বহুল প্রসার ঘটেছে। তবে ভারতবর্ষেই প্রথম শুরু হয়েছিল শিক্ষাব্যবস্থার হাতেখড়ি।
advertisement
advertisement
ভারতীয় জ্ঞান প্রণালীতে বলা হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের মূল উৎপত্তি আয়ুর্বেদ থেকে। একইভাবে মহাকাশ বিজ্ঞান কিংবা ভারতীয় সংস্কৃতির ক্রমবর্ধমান বিকাশে বেদের ভূমিকাও অপরিসীম। যা প্রাচীন ভারতীয় সংস্কৃতির এক অন্যতম আধার।
আরও খবর পড়তে ফলো করুন
ভারতীয় জ্ঞান প্রণালী মূলত আধ্যাত্মিকতা কেন্দ্রিক এবং সংস্কৃতি কেন্দ্রিক। যা স্পষ্ট ব্যখা ও চিত্র সহ অতি সহজে তুলে ধরা হয়েছে। আইআইটি’র পুরোনো ভবন তথা শহিদ ভবনেই রয়েছে ভারততীর্থ গ্যালারি। এই গ্যালারি থেকে আপনি জানতে পারবেন ভারতীয় শিক্ষা-সংস্কৃতির মূল ধারায় থাকা কিছু প্রামাণ্য তথ্য। মাটির গভীরে লুক্কায়িত ইতিহাসের সেই উপাদানকে সামনে এনে আবিস্কৃত হয়েছে এই দেশে জ্ঞানপ্রকাশের ধারা। সেই ধারাকে স্বীকার করে নিয়ে আধুনিক ভারতবর্ষের শিক্ষা গ্রহণ ও শিক্ষাদানকে পরিপুষ্ট করেছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম বা আইকেএস। তাকেই স্থান করে দেওয়া হয়েছে আইআইটি’র এই মিউজিয়ামে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 15, 2024 8:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: পাশ্চাত্য নয়, এই দেশেই শিক্ষা ব্যবস্থার হাতে খড়ি হয়েছিল! এই জায়গায় এলেই পাবেন প্রমাণ





