Bengali News: ট্রিপিল 'R'-এর কামাল, এই পুরসভার কাউন্টারে গরিবদের জন্য আছে সবকিছু

Last Updated:

স্বচ্ছ ভারত অভিযান ২.০-কে মান্যতা দিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বৈদ্যবাটি পুরসভা। পুর কর্তৃপক্ষ এলাকার বাড়ি বাড়ি থেকে পুরনো জামাকাপড় ও বিভিন্ন জিনিস সংগ্রহ করে এনে এই কাউন্টারে রাখছে

+
পুরাতন

পুরাতন সামগ্রী বিনামূল্যে দুস্থ মানুষের জন্য

হুগলি: রিডিউস, রিসাইকেল ও রিইউজ ইংরেজির এই তিন আর (R)-এর সংমিশ্রনে এক অভিনব পদক্ষেপ নিয়েছে বৈদ্যবাটি পুরসভা। সেখানে একটি কাউন্টার তৈরি করা হয়েছে, যেখানে দুঃস্থরা এসে তাঁদের প্রয়োজন মত সমস্ত পুরনো সামগ্রী নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর নাম দেওয়া হয়েছে ‘R-R-R কাউন্টার’।
স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্যের কথা মাথায় রেখে পরিবেশ ও গঙ্গা দূষণ কমাতে ও বর্জ্য পদার্থ পুনঃব্যবহার করতে এই উদ্যোগ। স্বচ্ছ ভারত অভিযান ২.০-কে মান্যতা দিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বৈদ্যবাটি পুরসভা। পুর কর্তৃপক্ষ এলাকার বাড়ি বাড়ি থেকে পুরনো জামাকাপড় ও বিভিন্ন জিনিস সংগ্রহ করে এনে এই কাউন্টারে রাখছে। সেখান থেকে নিজেদের প্রয়োজন মত জিনিস সংগ্রহ করতে পারছেন গরিব ও দুঃস্থরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিশেষ কাউন্টারে থাকছে পুরনো জামাকাপড়, বাচ্চাদের খেলনা ও দৈনন্দিন সামগ্রী সবকিছু। সম্প্রতি বৈদ্যবাটি পুরসভা কেন্দ্রীয় সরকারের থেকে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে। তারপরই আরও এক ধাপ এগিয়ে বর্জ্য পদার্থ মুক্ত শহর গড়তে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান পিন্টু মাহাত জানান, প্রথমে ভ্রাম্যমান গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়, সবাই যেন বাড়ির অপ্রয়োজনীয় সামগ্রী গঙ্গায় বা ডাস্টবিনে না ফেলে সাফাই কর্মীদের হাতে তুলে দেন। সেগুলোই তারপর বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে এই কাউন্টারে রাখা হচ্ছে। যা গরিবের অন্যতম সম্বল হয়ে দাঁড়িয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ট্রিপিল 'R'-এর কামাল, এই পুরসভার কাউন্টারে গরিবদের জন্য আছে সবকিছু
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement