Bengali News: জটিল রোগ নিয়ে জন্মানো সদ্যজাতদের এবার জেলাতেই উচ্চমানের চিকিৎসা

Last Updated:

রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে উত্তর দিকে পুষ্টি বিভাগের নিচে প্রথমতলে চালু হয়েছে এই বিভাগ। একদিন থেকে সাত বছর বয়স পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেখানেই চিকিৎসা করা হবে

রামপুরহাট হাসপাতাল 
রামপুরহাট হাসপাতাল 
বীরভূম: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নতুন ইউনিট চালু হল রামপুরহাট মেডিকেল কলেজে। আর্লি ইন্টারভেনশন অ্যান্ড ডেভেলপমেন্টলি সাপোর্টিভ কেয়ারে এবার থেকে অভিভাবকরা সহজেই যোগাযোগ করতে পারবেন। এর ফলে বীরভূমের বহু মানুষের সুবিধা হবে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কথা ভেবেই বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চালু হল ডিইআইসি। স্বাস্থ্য দফতরের দাবি, বীরভূম জেলায় প্রথম এই ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার গড়ে উঠল। ফলে উপকৃত হবে হাসপাতালে আসা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।
advertisement
advertisement
রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে উত্তর দিকে পুষ্টি বিভাগের নিচে প্রথমতলে চালু হয়েছে এই বিভাগ। একদিন থেকে সাত বছর বয়স পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সেখানেই চিকিৎসা করা হবে। শুধু চিকিৎসা নয়, তাদের নথি সংরক্ষিত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সূত্র ধরে তাদের ১৮ বছর পর্যন্ত স্বাস্থ্য পর্যবেক্ষণ চলবে। হাসপাতালের এমএসভিপি পলাশ দাস জানান, গ্রামীণ এলাকার বহু গর্ভবতী মহিলা সব সময় পুষ্টিকর খাবার পান না। তাঁরা অন্যান্য নিয়ম কানুনও ঠিকভাবে পালন করতে পারেন না। ফলে সেই মায়েদের শিশুরা জন্মানোর পর অনেক সময় শারীরিক সমস্যায় ভোগে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
চোখ-কানের সমস্যার পাশাপাশি হৃদপিন্ডে ছিদ্র, মানসিক অসুস্থতার আশঙ্কা থাকে। কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে তা নির্ণয় করে চিকিৎসার ব্যবস্থা করা গেলে শিশুকে দ্রুত সুস্থ ও স্বাভাবিক করা সম্ভব। নতুন সেন্টারে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলি দেখা হবে। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ কেন্দ্রে থাকবে একটা যৌথ সমীক্ষক দল। মেডিকেল টিমে থাকবেন সামাজ কর্মী, স্পেশাল এডুকেটর, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ইএনটি, অর্থোপেডিক ফিজিওথেরাপি, সাইক্রিয়াটিক ক্লিনিক্যাল অফথামোলজিস্ট ভিশন। আগামীদিনে এই কেন্দ্রটি বহু মানুষের কাজে লাগবে বলে আশা বীরভূমবাসীর।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: জটিল রোগ নিয়ে জন্মানো সদ্যজাতদের এবার জেলাতেই উচ্চমানের চিকিৎসা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement