Bengali News: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
দাদুর ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই। সেই সময়ই ঘটে বিপত্তি
নদিয়া: দাদুর পারলৌকিক কাজ করতে এসে গঙ্গায় তলিয়ে গেল নাতি। ১৩ বছরের কিশোর বাবুসোনা ঘোষের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ফুলিয়া বয়রা গঙ্গার ঘাটে। জানা গিয়েছে, দাদুর ঘাট কাজ করবার পর স্নান করতে নেমেছিলেন বাড়ির অনেকেই। সেই সময়ই ঘটে বিপত্তি। তলিয়ে যাওয়ার সময় পরিবারের দু’জনকে উদ্ধার করা গেলেও বাবুসোনা নামে ওই কিশোর তলিয়ে যায়। তারই খোঁজে তল্লাশি শুরু করেছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলিয়া ফাঁড়ির পুলিশ, খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরকে।
advertisement
advertisement
সূত্রের খবর, বীরনগর মধুগাছি পাড়ার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র বাবুসোনা ঘোষ। বাড়ির অন্যান্যদের মতো মাথা ন্যাড়া করার পর ওই কিশোর সকলের সঙ্গেই গঙ্গায় স্নান করতে নেমেছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গিয়েছে, জলের গভীরতা বুঝতে না পারতেই হঠাৎই সে তলিয়ে যায়।
আরও খবর পড়তে ফলো করুন
উল্লেখ্য শান্তিপুরের ভাগীরথী নদীতে এর আগেও অনেকে গঙ্গায় তলিয়ে গিয়েছে। তার কারণ হিসেবে অনেক সময় দেখা যায় গঙ্গার গভীরতা বুঝতে না পেরে অনেকেই অসাবধানতাবশত স্নান করতে করতে গঙ্গার পাড় থেকে খানিকটা দূরে চলে যান। আর তখনই ঘটে বিপত্তি। প্রশাসন থেকে একাধিকবার সতর্ক করা হলেও স্থায়ী কোনও সমাধান এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 5:16 PM IST