Bengali News: ছবি এঁকে বা হাতের কাজ করে ভালই আয় করতে পারেন, কীভাবে জানুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
একজন শিল্পীর কদর সর্বকালীন। শিল্পীর সৃজনশীল চিন্তাভাবনায় সৃষ্টি শিল্পকলা মূল্য দিয়ে পরিমাপ করা বা বিচার করা যায় না
হাওড়া: ছবি আঁকা অথবা শৌখিন হাতের কাজ করে ভাল আয়ের সুযোগ। ছবি আঁকা বা হাতের কাজের প্রতি বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীদের আগ্রহ বেড়েছে। সেই দিক থেকে চিত্র প্রদর্শনী বা হস্তশিল্পের প্রদর্শনী প্রচুর অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও এর প্রভাব পড়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্যকেন্দ্র না এটা মগের মুলুক! ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে খোলে তালা, ইচ্ছে হলে চিকিৎসক আসেন
একজন শিল্পীর কদর সর্বকালীন। শিল্পীর সৃজনশীল চিন্তাভাবনায় সৃষ্টি শিল্পকলা মূল্য দিয়ে পরিমাপ করা বা বিচার করা যায় না। তবে শিল্পীদের কাজে অনেক সময় অর্থ বাধা হয়ে দাঁড়ায়। যদিও বর্তমান সময়ে কিছু কৌশল মেনে চললে ভালই আয় করা সম্ভব। বিভিন্ন প্রদর্শনী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের আঁকা ছবি মানুষের কাছে তুলে ধরতে পারলে ধীরে ধীরে চাহিদা বৃদ্ধি পায়। একই সঙ্গে নানারকম হাতের কাজ, যেমন ব্যবহার সামগ্রী বা ঘর সাজানোর জিনিস তৈরি করেও আয় করা যায়। কারণ এগুলোর চাহিদা আছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আবার ডেকরেশন বা ওয়াল পেইন্টিংয়ের মত কাজেরের চাহিদা ক্রমশ বাড়ছে। এই প্রসঙ্গে শিল্পী মৃণাল মাইতি জানান, একজন নবাগত শিল্পীর যদি লক্ষ্য ঠিক থাকে। তাহলে সে নিশ্চিত প্রতিষ্ঠিত হতে পারবে। ছবি সহ শিল্পীর হাতে তৈরি বিভিন্ন জিনিসের চাহিদা আগেও ছিল, বর্তমানেও রয়েছে। বরং দিন দিন এই সমস্ত জিনিসের চাহিদা বাড়ছে। মানুষের এই চাহিদা বা মানুষের পছন্দকে কাজে লাগিয়ে শিল্পী অর্থনৈতিক বাধা কাটিয়ে উঠতে পারে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 8:42 PM IST