Bengali News: মারণ পিকনিক! রূপনারায়ণে নৌকা ডুবিতে এখনও শিশু সহ চারজন নিখোঁজ

Last Updated:

বৃহস্পতিবার দলবেঁধে রূপনারায়ণ নদীতে পিকনিক করতে গিয়েছিল হাওড়ার বেলগাছির তিনটি পরিবারের সদস্যরা। কিন্তু নৌকো ডুবির ফলে অনেকেই নদীতে পড়ে যায়

হাওড়ায় নৌকো ডুবি দুর্ঘটনায় শিশু সহ নিখোঁজ ৪
হাওড়ায় নৌকো ডুবি দুর্ঘটনায় শিশু সহ নিখোঁজ ৪
হাওড়া: পিকনিক করতে যাওয়াই যেন কাল হয়েছিল। মর্মান্তিক নৌকো ডুবিতে এখনও নিখোঁজ এক শিশু সহ চারজন। নিখোঁজরা সকলে লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া লিচুতলা এলাকার। জানা গিয়েছে তিনটি পরিবারের সদস্যরা নিখোঁজের তালিকায় আছে।
বৃহস্পতিবার দলবেঁধে রূপনারায়ণ নদীতে পিকনিক করতে গিয়েছিল হাওড়ার বেলগাছির তিনটি পরিবারের সদস্যরা। কিন্তু নৌকো ডুবির ফলে অনেকেই নদীতে পড়ে যায়। তবে বাকিদের উদ্ধার করা গেলেও এক শিশু সহ চারজনের এখনও কোনো খোঁজ নেই। ফলে উদ্বেগ বাড়ছে পরিজনদের। দুর্ঘটনাগ্রস্থদের থেকেই জানা গিয়েছে, পিকনিকটা ভালোভাবেই মিটেছিল। কিন্তু ফেরার পথে মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। স্থানীয় মাঝিরা ছুটে এসে ওই নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই দুর্ঘটনার পর সারারাত জুড়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা রূপনারায়ণ নদীতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়েছে। আর তাতেই শুক্রবার সকালে এক গৃহবধূর দেহ উদ্ধার হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম সুনন্দা ঘোষ, তাঁর বাড়ি লিলুয়ার লিচুতলা এলাকায়। এখনও যারা নিখোঁজ তাঁদের মধ্যে মধ্যে একটি ৭ বছর বয়সী শিশু আছে। এছাড়াও ১৭ বছরের এক নাবালক এবং দুই ৫০ ঊর্ধ্ব পুরুষ নিখোঁজ।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: মারণ পিকনিক! রূপনারায়ণে নৌকা ডুবিতে এখনও শিশু সহ চারজন নিখোঁজ
Next Article
advertisement
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
নবান্নে জরুরি বৈঠক! সরকারি-বেসরকারি হাসপাতালের নিরাপত্তায় কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement