Bengali News: শান্তিনিকেতনের কৃতীকে নিয়ে তথ্যচিত্র, পরিচালক গৌতম ঘোষ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SOUVIK ROY
Last Updated:
তথ্যচিত্র তৈরি করেন পরিচালক গৌতম ঘোষ। তিনি নিজে উপস্থিত থেকে পড়ুয়া, অধ্যাপকদের মূল্যবান তথ্যচিত্রটি দেখান
বীরভূম: জন্ম শতবর্ষে প্রখ্যাত শিল্পী কেজি সুব্রহ্মণ্যয়ের উপর তৈরি তথ্যচিত্র প্রদর্শিত ল বিশ্বভারতীর কলাভবনে। এই তথ্যচিত্র তৈরি করেন পরিচালক গৌতম ঘোষ। তিনি নিজে উপস্থিত থেকে পড়ুয়া, অধ্যাপকদের মূল্যবান তথ্যচিত্রটি দেখান। পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত এই শিল্পী শান্তিনিকেতনবাসীর কাছে মানি’দা নামে পরিচিত ছিলেন।
১৯২৪ সালে কেরালায় জন্মগ্রহণ করেছিলেন কেজি সুব্রহ্মণ্য। ১৯৪৪ সালে তিনি বিশ্বভারতীতে শিল্পকলা নিয়ে পড়তে আসেন৷ সেই সময় বিশ্ববন্দিত শিল্পী নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজ প্রমুখকে শিক্ষক হিসাবে পেয়েছিলেন৷ ১৯৪৮ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীতেই অধ্যয়ন করেছিলেন৷ পরবর্তীতে, ১৯৮০ সালে বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন৷ ১৯৮৯ সাল পর্যন্ত এখানেই অধ্যাপনা করেন। ২০১৬ সালে ২৯ জুন গুজরাটের বরদায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী৷
advertisement
advertisement
শিল্পকর্মে অবিস্মরণীয় অবদানের জন্য পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী থেকে শুরু করে জাতীয় পুরষ্কার ললিত কলা অ্যাকাডেমি, ব্রাজিলের সাও পাওলো বিয়েনাল, বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম সহ দেশ-বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন।
আরও খবর পড়তে ফলো করুন
পরিচালক গৌতম ঘোষ বলেন, ২০১৩-১৪ সালে এই তথ্যচিত্র তৈরি করেছিলাম। আমার সৌভাগ্য মানি রাজি হয়েছিলেন।
advertisement
আজও শান্তিনিকেতনজুড়ে তাঁর শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। মূল্যবান এই তথ্যচিত্রটি দেখার জন্য পড়ুয়া, অধ্যাপক, আশ্রমিকেরা উপস্থিত ছিলেন৷
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 9:00 PM IST