Bengali News: রাস্তা তৈরি দেখতে গিয়ে মাথায় হাত গ্রামবাসীদের, হাতেনাতে ধরল ঠিকাদারকে! তারপর...

Last Updated:

স্থানীয়রা কার্যত হাতেনাতে ধরেছেন অসাধু উপায়ে রাস্তা তৈরির এই পন্থা। ক্ষোভ উগরে দিয়েছেন বরাতপ্রাপ্ত ঠিকাদারের উপর

+
নিম্নমানের

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি রাস্তা দেখাচ্ছেন এক গ্রামবাসী।

পশ্চিম বর্ধমান: জেলার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রণডিহা ব্যারেজ। বহু বছর ধরে এই জায়গাটি পর্যটকদের পছন্দের পিকনিক স্পটও বটে। তবে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, এই পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তার অবস্থা সঙ্গীন। যদি সদ্য জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
দু’কিলোমিটার পিচের রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে টাকা। তাতে আশার আলো দেখেছিলেন স্থানীয়রা। রাস্তা তৈরির কাজ শুরু’ও হয়ে গিয়েছিল। কিন্তু রাস্তা তৈরির কাজ কেমন হচ্ছে দেখতে গিয়ে মাথায় হাত পড়ল গ্রামবাসীদের। এ কী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা? এভাবে রাস্তা তৈরি হলে তো এক বছরও টিকবে না। রাস্তা তৈরি করতে এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
advertisement
advertisement
স্থানীয়রা কার্যত হাতেনাতে ধরেছেন অসাধু উপায়ে রাস্তা তৈরির এই পন্থা। ক্ষোভ উগরে দিয়েছেন বরাতপ্রাপ্ত ঠিকাদারের দিকে। কেন এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি হচ্ছে তার সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, যে দু’কিলোমিটার রাস্তা তৈরির কথা ছিল তার মধ্যে অর্ধেক রাস্তা এই নিম্নমানের সামগ্রী দিয়ে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। যেখানে ৪৪% পাথর ব্যবহারের কথা, সেখানে পাথর ব্যবহার করা হয়েছে মাত্র ৫%।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
অন্যদিকে রাস্তা তৈরিতে বালির বদলে ব্যবহার করা হয়েছে পলি। যা সেচ দফতর ড্রেজিংয়ের মাধ্যমে তোলে। তাছাড়াও রাস্তা তৈরির ব্যাপারে ঠিকাদার কোনও বৈধ ওয়ার্ক অর্ডারও দেখাতে পারেননি। যদিও গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর পিঠ বাঁচাতে ফের নতুন করে রাস্তা তৈরির কাজ শুরু করেছেন ওই ঠিকাদার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা বলছেন, রাস্তা তৈরির কাজে নজর না দিলে সবটাই জলে যেত।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: রাস্তা তৈরি দেখতে গিয়ে মাথায় হাত গ্রামবাসীদের, হাতেনাতে ধরল ঠিকাদারকে! তারপর...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement