Bengali News: সন্দেশখালির জেলাতেই ছাত্রীদের আগাম আত্মরক্ষার প্রশিক্ষণ

Last Updated:

'সবলা' নামে বিশেষ এই প্রশিক্ষণ শিবিরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের আত্মনির্ভর করতে ক্যারাটে সহ নানান প্রশিক্ষণ দেওয়া হবে

+
স্কুল

স্কুল ছাত্রীদের প্রশিক্ষণ

উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসতেই মহিলাদের সুরক্ষা নিয়ে সোচ্চার হয়েছেন রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ। এবার মেয়েদের সুরক্ষায় আত্মনির্ভর করে তুলতে স্কুল ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।
‘সবলা’ নামে বিশেষ এই প্রশিক্ষণ শিবিরে ব্যারাকপুর কমিশনারেট এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের আত্মনির্ভর করতে ক্যারাটে সহ নানান প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে সপ্তাহে একদিন করে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩০ জনকে নিয়ে শুরু হয়েছে বিশেষ এই প্রশিক্ষণ শিবির। শুধু ছাত্রীরাই নয়, সবলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ নিতে পারবেন সমাজের যে কোনও স্তরের মহিলারাই। এর জন্য দিতে হবে না কোনও অর্থ।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রতিনিয়ত মেয়েদের রাস্তায় নানান খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। তাই এই প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের আত্মরক্ষা করার বিষয়ে সক্ষম করে তোলা হবে। ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া নিজে এই সবলা আত্মরক্ষা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন। এর ফলে থানায় থানায় মহিলা হেনস্থার অভিযোগ কিছুটা হলেও কমবে বলে আশাবাদী ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। প্রথম পর্যায়ে ৩০ জন মেয়েকে নিয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। আগামী দিনে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য স্কুলের ছাত্রীদেরও এর অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে। পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের নানা মহল।
advertisement
রুদ্রনারায়ণ রায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: সন্দেশখালির জেলাতেই ছাত্রীদের আগাম আত্মরক্ষার প্রশিক্ষণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement