Bengali News: নৌকাডুবির ঘটনাতেও ফেরেনি হুঁশ, ঝুঁকি নিয়েই খেয়া পারাপার রূপনারায়ণে

Last Updated:

ঝুঁকি নিয়েই নৌকায় নদী পাড় হচ্ছে পড়ুয়ারা। যেকোনও মুহূর্তে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন সকলে

+
ঝুঁকির

ঝুঁকির যাতায়াত

পশ্চিম মেদিনীপুর: এক পাড়ে হাওড়া অপর পাড়ে পশ্চিম মেদিনীপুর। মাঝ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ। দিন কয়েক আগেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি আজও সকলের মনে দগদগে। তা সত্ত্বেও টনক নড়েনি কারোর। ঝুঁকি নিয়েই চলছে খেয়া পারাপার।
সাধারণ মানুষের পাশাপাশি ঝুঁকি নিয়েই নৌকায় নদী পাড় হচ্ছে পড়ুয়ারা। যেকোনও মুহূর্তে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন সকলে। কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রূপনারায়ণ নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত্যু হয় একাধিক জনের, নিখোঁজ হন বেশ কয়েকজন যাত্রী।
advertisement
advertisement
হাওড়া জেলা থেকে দাসপুরে পিকনিক করতে এসে নৌকোয় করে ফেরার পথে রূপনারায়ণ নদীতে নৌকাডুবির সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি। এর মাঝেই দেখা গেল নৌকোতে ঝুঁকির যাতায়াত অব্যাহত আছে, বদলাইনি কিছুই। এই এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে নদী পারাপারটাই প্রধান ভরসা। তাই বিপদ থাকলেও এক প্রকার বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন তাঁরা। প্রসঙ্গত হাওড়া জেলার জয়পুর থানার বেশ কয়েকশো পড়ুয়া পড়াশোনা করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের দুধকুমড়া হাইস্কুলে। রূপনারায়ণ নদী পেরিয়ে প্রতিনিয়ত নৌকায় করে যাতায়াত করতে হয় পড়ুয়াদের। এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে যেতে হয় স্থানীয়দেরও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
নৌকাডুবির ঘটনার পর কেন সচেতন নয় কেউই? উঠছে প্রশ্ন। প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। যদিও প্রশাসনের বক্তব্য, খেয়া পারাপারে ওভারলোডিং, কিংবা যেকোনও বিষয়ে তৎপর রয়েছে জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে বাড়তি নজরদারির আশ্বাস দিয়েছেন স্বয়ং মহকুমাশাসক।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: নৌকাডুবির ঘটনাতেও ফেরেনি হুঁশ, ঝুঁকি নিয়েই খেয়া পারাপার রূপনারায়ণে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement