Mountaineer Piyali Basak: কুর্নিশ! সর্বোচ্চ শৃঙ্গে 'অক্সিজেন' ছাড়া পৌঁছে নজির বাংলার পিয়ালির

Last Updated:

রবিবার সকালে ভারতের জাতীয় পতাকা নিয়ে এভারেস্টে উঠে পড়েন পিয়ালি। (Mountaineer Piyali Basak)

Monutaineer Piyali Basak
Monutaineer Piyali Basak
#হুগলি: কৃত্রিম অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেষ্ট জয় করলেন চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে নজির গড়লেন বাংলার মেয়ে। বাঙালি হিসেবে পিয়ালিই প্রথম কোনও পর্বতারোহী যিনি এমন রেকর্ড গড়লেন। কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টে উঠলেন তিনি। রবিবার সকালে ভারতের জাতীয় পতাকা নিয়ে এভারেস্টে উঠে পড়েন পিয়ালি। (Mountaineer Piyali Basak)
ছোট থেকেই ছবি আঁকায় প্রচন্ড শখ ছিল পিয়ালির। কখনও পাহাড়ের ছবি কখনও পাহাড়ের কোলে তাঁবু খাটানো একটি দৃশ্য। সেই ছবি আজ বাস্তবে রূপ পেল পিয়ালির প্রচেষ্টায়। পায়ে হেঁটে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তিনি। প্রথম বাঙালি মহিলা হিসেবে এভারেস্ট শৃঙ্গে পৌঁছে গিয়েছেন পিয়ালি। চন্দননগরের কানাইলাল বিদ্যামন্দির-এর বিজ্ঞান বিভাগের শিক্ষিকা পিয়ালি। অল্প বয়সেই চাকরিতে যোগদান করেছিলেন। বাড়িতে বাবা-মা অসুস্থ। বোন রয়েছে।
advertisement
আরও পড়ুন: ছেলের প্রথম জন্মদিনে আবেগঘন শ্রেয়া ঘোষাল, ছবির সঙ্গে দিলেন দারুণ বার্তা!
ছোট থেকেই পাহাড় জয় করার উত্তেজনা থাকলেও বারবারই প্রতিবন্ধকতা হয় টাকার যোগান। গত বছর বিনা অক্সিজেন-এ ধৌলাগিরি শৃঙ্গ জয় করে বাড়ি ফেরেন পিয়ালি বসাক। গত ২৬ এপ্রিল এভারেস্ট এর উদ্যেশ্যে রওনা হন তিনি। টাকার যোগান সমস্যা হলেও চন্দননগরের বেশ কয়েকজন সহৃদয় মানুষ ও তাঁর সহযোগী কয়েকজন শেরপা তাঁর সহযোগিতায় এগিয়ে আসেন। অবশেষে রবিবার এভারেস্ট-এর শৃঙ্গে পৌঁছে যান পিয়ালি। নজির গড়ে তোলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ঘরকে বিষাক্ত গ্যাসের 'চেম্বার' করে একসঙ্গে আত্মঘাতী ৩, রাজধানীতে হাড়হিম কাণ্ড!
২০১৯ সালেও একবার এভারেস্টে ওঠার চেষ্টা করেছিলেন পিয়ালি। তখন সফল হতে পারেননি। তবে এবার কোনও বাঁধাই মানেননি পিয়ালি। রবিবার অবশেষে হল তাঁর স্বপ্নপূরণ। এই খবর এসে পৌঁছতেই গোটা বাংলা জুড়ে বইছে খুশির হাওয়া। বর্তমানে এভারেস্ট জয়ের পর ক্যাম্পে ফিরেছেন তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mountaineer Piyali Basak: কুর্নিশ! সর্বোচ্চ শৃঙ্গে 'অক্সিজেন' ছাড়া পৌঁছে নজির বাংলার পিয়ালির
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement