#কলকাতা: বিনোদনের জগতে তাঁর গানের জাদুতে মুগ্ধ লক্ষ লক্ষ মন। বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষাল গোটা দেশের সঙ্গীতজগতে এককথায় রাজ করছেন। দেখতে দেখতে শ্রেয়ার মাতৃত্বের এক বছর। ছেলে দেবযানের রবিবার এক বছর বয়স হল। এবং সেই মুহূর্তকে ফের একবার নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন সুরের সাধিকা শ্রেয়া। স্বামী শিলাদিত্য ও ছেলে দেবযানকে কোলে নিয়ে একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রেয়া। (Shreya Ghoshal Son Birthday)
ছবিগুলি শেয়ার করে শ্রেয়া লিখেছেন, 'শুভ প্রথম জন্মদিন আমাদের ছোট্ট ছেলে। দেবযান ওরফে নিরবু তুমি আমাদের অভিভাবক হিসেবে জন্ম দিয়েছ এবং দেখিয়েছ জীবনটা কী সুন্দর আনন্দ ও ভালোবাসায় ভরা। আশা করি তুমি ভালোবাসায় ভরা জীবন পাও, একজন সৎ, সংবেদনশীল ও ভালো মানুষ হতে পারো।' কয়েকদিন আগেই শ্রেয়া ছেলের মুখেভাতের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। বরাবরই ছেলে ও তাঁদের জীবনের নানা মুহূর্তে শ্রেয়া শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আনন্দ ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।
আরও পড়ুন: রেললাইনের উপর উদ্ধার শিক্ষকের মৃতদেহ! আত্মহত্যা না দুর্ঘটনা? দানা বাঁধছে রহস্য
আরও পড়ুন: ঘরকে বিষাক্ত গ্যাসের 'চেম্বার' করে একসঙ্গে আত্মঘাতী ৩, রাজধানীতে হাড়হিম কাণ্ড!
কর্মসূত্রে মুম্বইতেই বসবাস শ্রেয়ার, তবে ভিন রাজ্যে থেকেও ভোলেননি বাঙালি আদব কায়দা। তাই ভালো নামের পাশাপাশি ছেলের ডাকনামের কথাও পোস্টে উল্লেখ করেছেন শ্রেয়া। বিয়ে করেছেন এক বাঙালি ব্যবসায়ী শিলাদিত্য মুখোপাধ্যায়কে। ২০২১ সালের ২২ মে শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের ছেলের জন্ম হয়। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা নিজেই পোস্ট করে জানিয়েছিলেন গায়িকা। সন্তানকে পৃথিবীতে নিয়ে আসা নিয়ে কোনওরকম রাখ ঢাক রাখেননি শ্রেয়া। বেবি বাম্প নিয়ে সন্তানের আসার সম্ভাবনা থেকে ছেলে দেবযানের নামকরণ সবটাই নিজের অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন শ্রেয়া ঘোষাল।
মাত্র ৪ বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নিয়ে ১৬ বছর বয়সে জি টিভি সা রে গা মা পা- এ অংশগ্রহণ, এইভাবেই শুরু হয়েছিল শ্রেয়া ঘোষালের সঙ্গীত দুনিয়ার সফর। এই একটি রিয়েলিটি শো-ই বদলে দিয়েছিল তাঁর জীবন। এই শো-এ অংশগ্রহণের পরই বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালীর নজর কাড়েন শ্রেয়া। এরপর আর পিছনে ফায়ার তাকাতে হয়নি তাঁকে। একের পর এক গান উপহার দিয়ে মানুষকে মুগ্ধ করছেন তিনি। শুধু বলিউডই নয়, টলিউডেও শ্রেয়া খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Shreya Ghoshal