জাতীয় স্তরের দাবা চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল নিউ ব্যারাকপুরের আয়ুশ্রী

Last Updated:

জাতীয় স্তরের অ্যামেচার চেস চ্যাম্পিয়নশিপে সফল বাংলার অষ্টম শ্রেণির ছাত্রী! জয়ী হয়ে ফিরতেই খুশির মেজাজ পরিবারে।

+
চেস্

চেস্ প্লেয়ার

উত্তর ২৪ পরগনা: জাতীয় স্তরের অ্যামেচার চেস চ্যাম্পিয়নশিপে সফল বাংলার অষ্টম শ্রেণির ছাত্রী! জয়ী হয়ে ফিরতেই খুশির মেজাজ পরিবারে।
জানা গিয়েছে, বিহার চেস অ্যাসোসিয়েশন আয়োজিত বৌদ্ধগয়া অনুষ্ঠিত হয় ১২তম জাতীয় অ্যামেচার চেস চ্যাম্পিয়নশিপ। সেখানেই বিলো ১৭০০ রেটিং এ পশ্চিমবঙ্গ থেকে মেয়েদের মধ্যে প্রথম স্থান দখল করে নব বারাকপুরের আয়ুশ্রী সরকার। ১৫ নম্বর ওয়ার্ডের মেইন রোড এলাকার বাসিন্দা আয়ুশ্রী।
দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সে। তিন বছর বয়স থেকেই শুরু দাবা খেলার। ছোট বেলা থেকেই পড়াশোনা অত্যন্ত মেধাবী আয়ুশ্রী। নাচ গানের পাশাপাশি দাবা খেলা-তে ছিল তার বাড়তি আগ্রহ। পিসি প্রথম দাবা খেলতে নিয়ে গিয়েছিলেন বলেই জানালেন আয়ুশ্রী।
advertisement
advertisement
আরও পড়ুন- ৭টি প্ল্যাটফর্ম, হাজার হাজার যাত্রীর আনাগোনা! মসাগ্রাম স্টেশনে বড় সমস্যা টিকিট বুকিং
মা-বাবার পাশাপাশি দাদু, দিদা-সহ গোটা সরকার পরিবারই সবরকম ভাবেই সাপোর্ট করেন বাড়ির এই মেয়েকে। সর্বত্র মা-ই বেশি নিয়ে যান খেলার জন্য। এর আগেও জাতীয় ও স্কুল স্তরে দাবা খেলায় প্রথম স্থান দখল করেছে আয়ুশ্রী বলেই জানালেন মা অনিন্দিতা সরকার। দাবা খেলার মধ্যে দিয়ে পড়াশোনা তাড়াতাড়ি রপ্ত করা সম্ভব বলেও মনে করেন তিনি।
advertisement
খেলাধুলার পাশাপাশি সমান তালে চলে পড়াশোনাও। বাড়িতে নানা জায়গায় চোখে পড়ে আয়ুশ্রীর দাবায় জেতা মেডেল, ট্রফি ও শংসাপত্রের। তবে জাতীয় স্তরে এমন সাফল্য মেলায় আয়ুশ্রী-সহ গোটা সরকার পরিবার চাইছেন আরও এগিয়ে যাক তাদের এই মেয়ে।
আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ আসুক আয়ুশ্রী সরকারের। অল ইন্ডিয়া চেস ফেডারেশন সহ ওয়েস্ট বেঙ্গল স্টেট গার্লস ফিড রেট চেস প্রতিযোগিতায়ও এর আগে সফল হয়ে নজর কেড়েছে নব ব্যারাকপুরের আয়ুশ্রী। আগামীতে দাবা খেলাকে নিয়েই আরও বড় লক্ষ্য রয়েছে তার। তবে বিহারে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় সেরা হয়ে বাংলার মুখ যেন উজ্জ্বল করেছে নব ব্যারাকপুরের আয়ুশ্রী। তাই জেলার ক্রীড়াপ্রেমী মহলও যেন গর্ব অনুভব করছেন এই মেয়ের জন্য।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় স্তরের দাবা চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করল নিউ ব্যারাকপুরের আয়ুশ্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement