Bengali Woman Death: সুইডেনের অ্যাপার্টমেন্টে দুর্গাপুরের যুবতীর দেহ! গ্রেফতার সুইডিশ নাগরিক, কী ঘটেছিল ঘরে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengali Woman Death: সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সঙ্গে শেষ বারের মতো কথা হয় গত মাসে ২৯ তারিখ।
অর্পণ চক্রবর্তী, দুর্গাপুর: সুইডেনে গবেষণা করতে গিয়ে রহস্যময় মৃত্যু দুর্গাপুরের রোশনি দাসের। উদ্বিগ্ন পরিবার এখন মৃত্যু রহস্যর কারণ জানতে চাইছে। পরিবারের দাবি খুন করা হয়েছে রোশনিকে। শুধু দেহ ফিরিয়ে আনা নয়, দোষীদের উপযুক্ত শাস্তি দাবি পরিবারের।
সুইডেনে গবেষণারত এক গবেষকের রহস্যময় মৃত্যু। মৃত গবেষকের নাম দুর্গাপুরের ডিপিএল টাউনশিপের ইএন টাইপের বাসিন্দা রোশনি দাস। বছর বত্রিশের রোশনি দাসের পড়াশোনা দুর্গাপুরেই। এরপর বর্ধমান রাজ কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করার পর ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকলোজি নিয়ে পড়াশোনা করেছিলেন।
advertisement
advertisement
সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে নিউরো নিয়ে পোস্ট ডক্টরেট করছিলেন রোশনি। পরিবারের সঙ্গে শেষ বারের মতো কথা হয় গত মাসে ২৯ তারিখ। এরপর ৩০ তারিখ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তখনও পর্যন্ত এই নির্মম পরিণতির কথা কিছু জানতে পারেনি পরিবার। চলতি মাসের ১২তারিখ সুইডেন দূতাবাস থেকে যোগাযোগ করা হয় ভারতীয় দুতাবাসের সঙ্গে।
advertisement
সেখান থেকে দিল্লি, এরপর কলকাতা ভবানী ভবন থেকে দুর্গাপুর থানায় যোগাযোগ করা হয়। ১৩ অক্টোবর পরিবারকে দেওয়া হয় মৃত্যুর খবর, জানানো হয় এক অ্যাপার্টমেন্টের ভেতর থেকে রোশনির দেহ উদ্ধার হয়, গ্রেফতারও নাকি হয়েছেন এক সুইডিশ নাগরিক। তবে কী কারণে মৃত্যু, সেটা নিয়ে ধন্দে গোটা পরিবার। এখন পরিবার চাইছে, রোশনির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের কঠোর শাস্তি হোক, আর মেয়ের দেহ যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনা হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2023 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Woman Death: সুইডেনের অ্যাপার্টমেন্টে দুর্গাপুরের যুবতীর দেহ! গ্রেফতার সুইডিশ নাগরিক, কী ঘটেছিল ঘরে?