তিন স্তরেই সবুজ ঝড়, বাঁকুড়ায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজয় মিছিল তৃণমূলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
bengal panchayat election: বাঁকুড়ায় তৃণমূলের জয়জয়কার।
বাঁকুড়া: বাঁকুড়ায় গ্রাম পঞ্চায়েতের তিন স্তরেই সবুজ ঝড়, ধরাশায়ী বিরোধীরা। আবির উড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে উচ্ছ্বাস তৃণমূলের।
গ্রাম পঞ্চায়েতের তিনটি স্তরেই কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। আর তাতেই উচ্ছ্বসিত ঘাসফুল শিবির। আজ বাঁকুড়া শহরে রীতিমতো সবুজ আবির উড়িয়ে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে মিছিল করেন তৃনমূল কর্মী সমর্থকরা। পথচলতি মানুষকে মিষ্টি খাইয়ে চলে জয়ের উদযাপন।
আরও পড়ুন- ভোটের ফল বেরতেই অশান্ত শান্তিপুর! আতঙ্কে ঘরের বাইরে বেরতে পারছেন না কেউ
বাঁকুড়া জেলা পরিষদে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃনমূল। ৫৬ টি আসনের ৫৫ টি গিয়েছে তাদের ঝুলিতে। জেলার ২২ টি পঞ্চায়েত সমিতির সব কটিতে এবং জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৬২ টিতে জয় পেয়েছে ঘাসফুল শিবির।
advertisement
advertisement
আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়, কতটা কাজ করল কেষ্ট ম্যাজিক?
বিপুল এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরের কর্মীরা। গতকাল থেকেই জেলা জুড়ে শুরু হয়েছে উদযাপন। আজও তা অব্যাহত। জেলা জুড়ে তৃনমূলের এই বিপুল জয়ের উচ্ছ্বাস আছড়ে পড়েছে বাঁকুড়া শহরেও। আজ আইএনটিটিইউসি নেতা কর্মীরা হাতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সবুজ আবির উড়িয়ে মিছিল করেন। পথচারীদের মিষ্টিমুখও করানো হয়।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 5:08 PM IST