ভোটের অশান্তিতে চরম অনিষ্ট বহু স্কুলের, লক্ষ লক্ষ টাকার ক্ষতি! নবান্নে এল রিপোর্ট

Last Updated:

west bengal panchayat election vilolence: ভোটের হিংসা, রেহাই পেল না স্কুলগুলিও।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে হিংসার জের? রাজ্যের একাধিক স্কুলে সম্পত্তি নষ্ট। তথ্য এল নবান্নে। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে মোট ২০৬টি  স্কুলের সম্পত্তি নষ্টের খতিয়ান উঠে এসেছে এখনও পর্যন্ত।
রিপোর্ট বলছে, বেশিরভাগই প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল রয়েছে। শুধু তাই নয়, কলেজও রয়েছে কয়েকটি। বেশিরভাগ স্কুল-কলেজেই বেঞ্চ, ফ্যান, চেয়ার, টেবিলের মতো সম্পত্তি নষ্ট হয়েছে।
রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে গত ১৩ জুলাই বিভিন্ন জেলার এডিএম এডুকেশনদের নির্দেশ দেওয়া হয়েছিল, ভোটের জন্য যেসব স্কুলের সম্পত্তি নষ্ট হচ্ছে, তার ক্ষতিয়ান অবিলম্বে পেশ করতে হবে। তার পর বিভিন্ন জেলা থেকে যে রিপোর্ট উঠে এসেছে তার ভিত্তিতেই নবান্নের তরফে ২০৬ টি স্কুলের তালিকা তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ভাল খবর এল সেই দিঘা থেকে! জালে বড় বড় ইলিশ, কতটা কমল দাম?
নবান্ন সূত্রে খবর, সব থেকে বেশি মুর্শিদাবাদ জেলায় স্কুলের ক্ষয়ক্ষতি হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, ভগবানগোলা, ভরতপুর, ডোমকল, ফারাক্কা, হরিহর পাড়া, খরগ্রাম, লালগোলার একাধিক স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন।
মুর্শিদাবাদ জেলার এই স্কুলগুলিতে চেয়ার, বেঞ্চ, রেলিং, স্কুলের মেন গেট লাইট, সহ একাধিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, উত্তর দিনাজপুর, কোচবিহার,মালদা জেলাতেও একাধিক স্কুলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে।
advertisement
সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বাবদ রাজ্যকে খরচ করতে হবে প্রায় ৩৬ লক্ষ ৫৭ হাজার ৮১৩ টাকা। বিভিন্ন জেলাশাসকদের এই ২০৬ টি স্কুলের মেরামতি করার নির্দেশ অবিলম্বে দেওয়া হয়েছে। জেলাশাসকদের হাতে যে আনটাইড ফান্ড বা অর্থ রয়েছে সেই টাকা থেকেই মেরামতির কাজ শুরু করতে বলা হয়েছে।
আরও পড়ুন- ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ? দক্ষিণবঙ্গে বিশাল খেলা বৃষ্টিপাত ৪ জেলায়?
নবান্ন সূত্রে খবর, প্রত্যেকটি স্কুলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে গড়ে ন্যূনতম ৬০০০ টাকা করে মেরামতির খরচ হবে। কোনও কোনও স্কুলের ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই যে ৪০ হাজার টাকা পর্যন্ত লাগছে মেরামতির জন্য।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে কাঠালিয়া হাই স্কুলের মেরামতির কাজের জন্য ১ লক্ষ ৬৩ হাজার টাকা খরচ করতে হচ্ছে রাজ্যকে। অন্তত এমনটাই হিসেব এসেছে নবান্নের কাছে। পঞ্চায়েত ভোটের দিন একাধিক বুথে দেখা গেছিল সংঘর্ষের ঘটনা।
কোনও কোনও বুথে আবার চেয়ার টেবিল ভাঙচুরের ছবিও উঠে এসেছিল। তবে নবান্নের আধিকারিকদের ধারণা, এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে আপাতত যে তথ্য পাওয়া গেছে তারই ভিত্তিতে দ্রুত মেরামতির কাজ শুরু করতে বলা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের তরফে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটের অশান্তিতে চরম অনিষ্ট বহু স্কুলের, লক্ষ লক্ষ টাকার ক্ষতি! নবান্নে এল রিপোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement