Bengal Municipal Election 2022: একের পর এক কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, প্রতিবাদে ধর্নায় অধীর চৌধুরী

Last Updated:

একের পর এক কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা। প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের সামনে প্রার্থীদের নিয়ে ধর্নায় বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

#বহরমপুর: একের পর এক কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা। প্রতিবাদে পুলিশ সুপারের অফিসের সামনে প্রার্থীদের নিয়ে ধর্নায় বসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বহরমপুর জেলা কংগ্রেস কাৰ্য্যালয় থেকে মিছিল করে গিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসলেন অধীর চৌধুরী-সহ শতাধিক কংগ্রেস নেতা কর্মীরা। পরে অধীর চৌধুরী ও প্রার্থীদের সঙ্গে পুলিশ সুপার কথা বলেন ও নিরাপত্তার আশ্বাস দেন।
পুরভোটের আগেই উত্তপ্ত বহরমপুর শহর। কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, কর্মীদের অপহরণ ও মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, গুলি চালানোর অভিযোগ উঠছে প্রতিদিন। এরই প্রতিবাদে ও প্রার্থীদের নিরাপত্তার দাবিতে শনিবার প্রার্থীদের নিয়ে বহরমপুর জেলা কংগ্রেস কাৰ্য্যালয় থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি ধর্নায় বসেন অধীর চৌধুরী। পুলিশ সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতা কর্মীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অধীর চৌধুরী বলেন, '' নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করার জন্য বহরমপুর শহর জুড়ে  সন্ত্রাসের বাতাবরণ। প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে, বাড়ি ভাঙচুর চলছে, মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পুলিশকে জানানো হলেও প্রশাসন কোনও সক্রিয় ভূমিকা নিচ্ছে না। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারছে না। আমরা আন্দোলন চালিয়ে যাব।''
advertisement
যদিও রাজ্য উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা বলেন, '' মিথ্যা অভিযোগ, আমরা উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি। কংগ্রেস এখন বেকায়দায় পড়ে মিথ্যা অভিযোগ করছে।''
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Municipal Election 2022: একের পর এক কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলা, প্রতিবাদে ধর্নায় অধীর চৌধুরী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement