হোম /খবর /হাওড়া /
Howrah News: আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার বাংলার

Howrah News: আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার বাংলার

আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার বাংলার

আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার বাংলার

Howrah News: আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার  বাংলার,জাতীয় স্তরে এই পুরস্কার প্রাপ্তি বাংলা নাটক ও সমাজে এর প্রভাব পড়বে বলেই আশাবাদী ' নিলাভ আলোর কর্ণধার নয়ন চন্দ্র দাস।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

হাওড়া: আন্তর্জাতিক স্তরে মঞ্চ ও পথনাটক প্রতিযোগিতায় পুরস্কার বাংলার। এই নাট্য উৎসব অনুষ্ঠিত হয় বিহার রাজ্যের মুঙ্গের জেলার বারিয়ারপুরের অঙ্গ নাট্য মঞ্চে। এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ভারতের ১২টি রাজ্য এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি নাট্য দল সহ কলকাতার তিনটি দল। পশ্চিমবাংলার তিনটি দল অংশগ্রহণ করে।

এর মধ্যে নীলাভ আলো, এসো নাটক শিখি, জাহ্নবী সাংস্কৃতিক সংঘ। এই প্রতিযোগিতায় নীলাভ আলো দুটি নাটক মঞ্চস্থ করে। এর মধ্যে একটি সামাজিক ও অন্যটি পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অনুষ্ঠিত হয়। একটি হলো পলিথিন বর্জনের ওপর মঞ্চ নাটক "পলিথিন গ্রাসে পৃথিবী" আর অন্যটি পথ নাটিকা বাল্য বিবাহের বিরুদ্ধে নাটক "অবুঝ সমাজ"। নাটক দুটি প্রযোজনা করে 'নিলাভ আলো'। রচনা ও নির্দেশনায় হাওড়া আন্দুলের নয়ন চন্দ্র দাস। এই আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের নীলাভ আলো নাট্য সংস্থা পলিথিন গ্রাসে পৃথিবীতে পঞ্চম স্থান অধিকার করে। অন্য দিকে পথনাটিকা "অবুঝ সমাজ" নাটক প্রথম স্থান অধিকার করেছে। সাথী ধাড়া শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী হয়েছেন। 'অবুঝ সমাজ' পথ নাটিকায় শ্রেষ্ট নাটক ,পরিচালক ও দ্বিতীয় অভিনেতা পেয়েছেন নয়ন চন্দ্র দাস। শ্রেষ্ঠ অভিনেত্রী পেয়েছেন নীলাভ আলোর মৌমিতা জানা।

আরও পড়ুনঃ Howrah News: পঞ্চায়েতের পরিষেবাতে খুশি না অসন্তুষ্ট? কী বলছে হাওড়ার এই বাসিন্দারা

জাতীয় স্তরে এই পুরস্কার প্রাপ্তি বাংলা নাটক ও সমাজে এর প্রভাব পড়বে বলেই আশাবাদী ' নিলাভ আলোর কর্ণধার নয়ন চন্দ্র দাস। তার আগামী নাটক সমাজে বঞ্চিত বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে লেখা নাটক। বৃদ্ধ-বৃদ্ধারা যে পরিবারের বোঝা নয় সেই বিষয়কে সামনে রেখে নাটক। অন্য দিকে শিশু মনে ভাবনার অভাব। কম বয়সী ছেলে মেয়েরা যে ভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তার কুফল অর্থাৎ সমাজ সচেতন মূলক নাটক। মোবাইলের মধ্যে আবদ্ধ শিশুরা কিভাবে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়ছে এই নিয়ে নাটক করতে আগ্রহী। সামাজিক বার্তা নিয়ে এই নাটক লেখা ও অভিনয় করতে বেশি উৎসাহ আসে সাঁকরাইল ব্লকের বিডিও সাহেব নাজিরুদ্দিন সরকারের মত মানুষকে দেখে। নয়ন জানায়, পরিবেশ ও সমাজের প্রতি স্যারের যে কর্মকাণ্ড তা দেখেই আমাদেরও এ সমাজের জন্য কিছু করার ইচ্ছা জাগে।

RAKESH MAITY

Published by:Sudip Paul
First published:

Tags: Drama, Howrah, Howrah news