Howrah News: পঞ্চায়েতের পরিষেবাতে খুশি না অসন্তুষ্ট? কী বলছে হাওড়ার এই বাসিন্দারা
Last Updated:
গত ৫ বছরে পঞ্চায়েত এলাকায় দারুণ উন্নয়ন হয়েছে, পঞ্চায়েতের কাজকর্মে খুশি এলাকার মানুষ, তবে একাংশের মানুষ বঞ্চিত সেই সমস্ত মানুষের মুখ ভার যদিও পঞ্চায়েতের প্রতি আস্থা রাখছেন তারা।
হাওড়া: রাস্তাঘাট থেকে পানীয় জল কিংবা আলোর ব্যবস্থা হয়েছে গত পাঁচ বছরে। তাতে দারুণভাবে খুশি পঞ্চায়েত এলাকার বহু মানুষ, আবার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ হয়নি এমনও অভিযোগ রয়েছে। একাংশের মানুষ পঞ্চায়েতের পরিষেবায় সন্তুষ্ট। আবার সুবিধা না পেয়ে অনেকের মুখ ভার। শুভআড়া গ্রাম পঞ্চায়েতে ১৮ টি সংসদ। জানা যায়, এর মধ্যে ১৭ টি শাসক দলের সদস্য, একটি বিজেপি সদস্য। গত পাঁচ বছরের যেভাবে উন্নয়ন হয়েছে সাধারণ মানুষ পক্ষেই রয়েছে। এমনটাই দাবি শাসক দলের নেতাকর্মী পঞ্চায়েত সদস্য এবং প্রধানের।
পঞ্চায়েত প্রধান হালিম মল্লিক জানান, এলাকার অধিকাংশ রাস্তা তৈরি হয়েছে আগে। তারপর মাঝারি ছোট। রাস্তা বলতে বাকি আছে, খুব সামান্য ছোটখাটো অলিগলির রাস্তা। তেমনি প্রয়োজনীয় স্থানে হাই মাস, স্ট্রিট লাইট, লাগানো হয়েছে প্রায় অধিকাংশ ১৫ সংসদে। স্বাস্থ্য পরিষেবা থেকে পানীয় জল সমস্ত ক্ষেত্রেই পঞ্চায়েত মানুষের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতেই সজাগ, এক একটি সংসদে পানীয় জলের কল রয়েছে একাধিক।
advertisement
শুভআড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা গেল। বেশিরভাগ মানুষ পঞ্চায়েতের কাজকর্মে খুশি। সাধারণ মানুষের মধ্যে অনেকাংশই মানুষের দাবি বর্তমান পঞ্চায়েত প্রধান থাকলে তাদের এই উন্নয়ন থাকবে অব্যাহত। পাশাপাশি বর্তমান সরকারকেই তাঁরা চাইছেন। তবে এর মাঝেই বেশ কিছু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত বলেই তাঁদের অভিযোগ।
advertisement
রাস্তাঘাট বা আলোর সমস্যা রয়েছে একাংশের মানুষের কাছে। পঞ্চায়েত এলাকার কিছু অংশে পানীয় জলের সমস্যাও রয়েছে। অন্যদিকে পুকুর জলাশয় ডোবা অনেক ক্ষেত্রেই আবর্জনাময়, যদিও এ বিষয়ে আগামী দিনে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। আবাস যোজনা নিয়ে বেশ কিছু মানুষ সমস্যায় রয়েছে। যদিও এই সমস্ত সমস্যা আগামী দিনে সম্পূর্ণ রূপের সমাধান করা যাবে বলেই জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। সরকারি নিয়ম মাফিক উপভোক্তদের নাম পাঠান হচ্ছে আবাস যোজনা ক্ষেত্রে।
advertisement
অধিকাংশ কাজ হয়েছে পঞ্চায়েত এলাকায়। সামান্য কিছু অংশের কাজ বাকি রয়েছে। এই সমস্ত অসমাপ্ত কাজকে সামনে রেখেই আগামী পঞ্চায়েত নির্বাচন। গত পাঁচ বছরে মানুষকে সঠিক পরিষেবা পৌঁছে দেয়া হয়েছে বলেই দাবি পঞ্চায়েত প্রধান-সহ শাসক দলের। তাঁরা মনে করছে সাধারণ মানুষ তাঁদের সঙ্গেই থাকছে আসন্ন নির্বাচনে।
রাকেশ মাইতি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 5:13 PM IST