Bengal Bjp: দুর্গাপুরে মোদির সভা এলাকার বাইরেই এ কী ঘটল! অঝোর কান্না মহিলার! যা বললেন, শুনে চমকে গেল সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bengal Bjp: দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের বাইরে রাস্তার উপর কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা।
দুর্গাপুর: শুক্রবার আবার বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে আজ তাঁর জোড়া কর্মসূচি। প্রথমে প্রশাসনিক সভা। তার পরে রাজনৈতিক জনসভা। বেলা আড়াইটে নাগাদ প্রশাসনিক সভার মঞ্চে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে তিনি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ৬ বছর বাদে দুর্গাপুরে মোদি। শুক্রবার দুর্গাপুর গান্ধি মোড় থেকে নেহেরু স্টেডিয়াম পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা রোড শো করার পরিকল্পনা রয়েছে মোদির। এরই মধ্যে মোদির আসার আগেই দুর্গাপুরের সভার বাইরে ঘটল চমকপ্রদ ঘটনা।
advertisement
দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামের বাইরে রাস্তার উপর কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কাতর আবেদন জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ এসে তাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়।
advertisement
advertisement
এদিকে, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে দুর্গাপুর শহর জুড়ে হোডিং ও পোস্টার দেওয়া হয়। দুর্গাপুরের মাটিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পা দেওয়ার আগে শহরজুড়ে বেশ কিছু হোডিং দেখা গেল। এই হোডিংয়ে লেখা রয়েছে, বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে, মোদি তুমি জবাব দাও।
advertisement
যদিও মোদির সফরের জন্য রাস্তার দুপাশ সেজে উঠেছে বিজেপির দলীয় পতাকা , প্রধানমন্ত্রীর কাট আউটে। উনিশের লোকসভা কিংবা একুশের বিধানসভা নির্বাচনে এই দুর্গাপুর ভাল ফল দিয়েছিল বিজেপি-কে৷ কিন্তু পরবর্তী নির্বাচনগুলিতে দেখা যায় রাঢ়বঙ্গে পিছিয়ে পড়ে পদ্ম শিবির। তৃণমূল ফের নিজের জমি পুনরুদ্ধারে সক্ষম হয় দুর্গাপুর এবং সংলগ্ন কেন্দ্র গুলিতে। তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনের আগে সামনে রেখে ফের রাঢ়বঙ্গে নিজেদের হাত শক্ত করতে চাইছে বিজেপি।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2025 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal Bjp: দুর্গাপুরে মোদির সভা এলাকার বাইরেই এ কী ঘটল! অঝোর কান্না মহিলার! যা বললেন, শুনে চমকে গেল সকলে