Howrah News: শুটিংবলে ইস্ট জোন সেরা বাংলা! প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাই মুখ উজ্জ্বল করল রাজ্যের
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: শুটিং বলে ইস্ট জোন সেরা বাংলা! এবার শুটিং বল ইষ্টজোন চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা। চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে উৎসবের মেজাজ গ্রামে।
হাওড়া: শুটিং বলে ইস্ট জোন সেরা বাংলা! এবার শুটিং বল ইষ্টজোন চ্যাম্পিয়ন বাংলা দলের সদস্য প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা। চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে উৎসবের মেজাজ গ্রামে। ২০২৫ ইস্ট জোন শুটিং বল চ্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ডে। বাংলা দলের ছেলে মেয়েরা ঘরে ফিরতে উৎসবে মুখরিত সাঁকরাইলের নলপুর রঘুদেববাটি গ্রাম। ইস্ট জোন শুটিং বল চ্যাম্পিয়নশিপে ছয় রাজ্যকে পিছনে ফেলে বাংলার পুরুষ ও মহিলা দল শীর্ষস্থান দখল করে। এবার আরও আশার আলো দেখাচ্ছে গ্রামের দরীদ্র পরিবারের ছেলে মেয়েরা। স্বপ্ন দেখছে জাতীয় দলের হয়ে শুটিং বল বিশ্বকাপ খেলার।
ইস্ট জোন জয় করে ঘরে ফিরল আশফাক, রনিতা রাহুল, সুমিত , প্রীতম ও সুরজিৎরা। দরীদ্র পরিবারের ছেলে মেয়েরা বড় ময়দানে খেলার সুযোগ পেয়েও অর্থনৈতিক সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এক সময় ঝাড়খন্ডে পৌঁছান ছিল প্রায় অনিশ্চিত । তারপর কোনও রকমের পরিবার ও গ্রামের মানুষের সহযোগিতায় ধার-বরাত করে খেলায় অংশগ্রহণ করতে ঝাড়খন্ড পৌঁছয়। নানা প্রতিবন্ধকতা কাটিয়ে খেলার ময়দানে সেরা সেরা প্রমাণ করলো আশফাক-রনিতারা। ঘরে ফিরতেই উৎসবে মাতোয়ারা গোটা গ্রাম। খোশ মেজাজে গ্রামের নানা প্রান্তে মিষ্টিমুখের আয়োজন তো ছিলই।
advertisement
advertisement
গতবছর প্রথম শুটিং বল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দিল্লির নেহরু স্টেডিয়ামে। স্বর্ণ পদকজয়ী জাতীয় শুটিং বল দলে জায়গা করে নিয়েছিল বাংলার রনিতা সর্দার। এবার ইষ্টজোন প্রতিযোগিতায় বাংলার এই সফলতা পুরুষ ও মহিলা খেলোয়াড়দের জাতীয় দলে জায়গা করে দেবে বলে আশাবাদী সকলে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শুটিংবলে ইস্ট জোন সেরা বাংলা! প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাই মুখ উজ্জ্বল করল রাজ্যের