হাসপাতালে সাপ, জলমগ্ন বিভিন্ন বিভাগ, তার মাঝেই চলছে চিকিৎসা! ভয়াবহ দৃশ্য রাজ্যের 'এই' জেলায়

Last Updated:

টানা কয়েকদিনের বৃষ্টিতে জমেছে জল, নোংরা-আবর্জনা মিশে হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ

+
জলমগ্ন

জলমগ্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে সাপ

বেলুড়, রাকেশ মাইতিঃ হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে সাপ! হাওড়ার বেলুড় ইএসআই হাসপাতালে জমা জলের দুর্ভোগ। অতিষ্ঠ রোগী, তাঁদের আত্মীয়-পরিজন থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও হাসপাতাল এখনও জলমগ্ন। ফলে ভোগান্তি কমেনি মানুষের। টানা কয়েকদিনের বৃষ্টিতে জমেছে জল, নোংরা-আবর্জনা মিশে হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি হাসপাতালের কক্ষেও প্রবেশ করেছে জমা জল। তাতেই সমস্যায় পড়েছেন রোগী, তাঁদের আত্মীয়, চিকিৎসক সকলে।
বেলুড় ইএসআই হাসপাতালের প্রধান প্রবেশ পথ থেকেই জল জমা শুরু। সেই জল পৌঁছেছে একেবারে ভিতর পর্যন্ত। বিভিন্ন বিভাগ জলমগ্ন, সেভাবেই চলছে পরিষেবা। জমা জলে যেমন নোংরা-আবর্জনা মিশে রয়েছে। তেমনই সাপের উপদ্রব রয়েছে বলে অভিযোগ মানুষের। ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর আত্মীয়রা, আতঙ্কিত হয়ে পড়ছেন সকলে। নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে শুরু ‘তেনাদের’ তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী
হাসপাতালের সুপার জানান, এই কারণে মানুষের সমস্যা বেড়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি। জলাবদ্ধতায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তাঁর বক্তব্য, আশেপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল হাসপাতালে ঢুকে পড়ছে কিন্তু বেরোতে পারছে না। ইতিমধ্যে হাসপাতাল চত্বর উঁচু করার কাজও চলছে বলে জানা গিয়েছে। সেই কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে খবর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কতদিনে এই জল নেমে মানুষের দুর্ভোগ কমে সেটাই এখন দেখার। সেই সঙ্গেই কতদিনে হাসপাতাল চত্বর উঁচু হয়ে চিরতরে জল জমার সমস্যা দূর হবে সেই আশাতেও রয়েছেন মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালে সাপ, জলমগ্ন বিভিন্ন বিভাগ, তার মাঝেই চলছে চিকিৎসা! ভয়াবহ দৃশ্য রাজ্যের 'এই' জেলায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement