হাসপাতালে সাপ, জলমগ্ন বিভিন্ন বিভাগ, তার মাঝেই চলছে চিকিৎসা! ভয়াবহ দৃশ্য রাজ্যের 'এই' জেলায়
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
টানা কয়েকদিনের বৃষ্টিতে জমেছে জল, নোংরা-আবর্জনা মিশে হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ
বেলুড়, রাকেশ মাইতিঃ হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে সাপ! হাওড়ার বেলুড় ইএসআই হাসপাতালে জমা জলের দুর্ভোগ। অতিষ্ঠ রোগী, তাঁদের আত্মীয়-পরিজন থেকে শুরু করে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা। বৃষ্টির হাত থেকে রক্ষা পেলেও হাসপাতাল এখনও জলমগ্ন। ফলে ভোগান্তি কমেনি মানুষের। টানা কয়েকদিনের বৃষ্টিতে জমেছে জল, নোংরা-আবর্জনা মিশে হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমনকি হাসপাতালের কক্ষেও প্রবেশ করেছে জমা জল। তাতেই সমস্যায় পড়েছেন রোগী, তাঁদের আত্মীয়, চিকিৎসক সকলে।
বেলুড় ইএসআই হাসপাতালের প্রধান প্রবেশ পথ থেকেই জল জমা শুরু। সেই জল পৌঁছেছে একেবারে ভিতর পর্যন্ত। বিভিন্ন বিভাগ জলমগ্ন, সেভাবেই চলছে পরিষেবা। জমা জলে যেমন নোংরা-আবর্জনা মিশে রয়েছে। তেমনই সাপের উপদ্রব রয়েছে বলে অভিযোগ মানুষের। ক্ষোভ উগরে দিচ্ছেন রোগীর আত্মীয়রা, আতঙ্কিত হয়ে পড়ছেন সকলে। নোংরা জলের কারণে সংক্রমণের আশঙ্কাও বেড়েছে বলে জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে শুরু ‘তেনাদের’ তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী
হাসপাতালের সুপার জানান, এই কারণে মানুষের সমস্যা বেড়েছে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি। জলাবদ্ধতায় চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। তাঁর বক্তব্য, আশেপাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বৃষ্টির জল হাসপাতালে ঢুকে পড়ছে কিন্তু বেরোতে পারছে না। ইতিমধ্যে হাসপাতাল চত্বর উঁচু করার কাজও চলছে বলে জানা গিয়েছে। সেই কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে খবর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কতদিনে এই জল নেমে মানুষের দুর্ভোগ কমে সেটাই এখন দেখার। সেই সঙ্গেই কতদিনে হাসপাতাল চত্বর উঁচু হয়ে চিরতরে জল জমার সমস্যা দূর হবে সেই আশাতেও রয়েছেন মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 14, 2025 2:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাসপাতালে সাপ, জলমগ্ন বিভিন্ন বিভাগ, তার মাঝেই চলছে চিকিৎসা! ভয়াবহ দৃশ্য রাজ্যের 'এই' জেলায়