Unique Classroom : 'রাজধানী এক্সপ্রেসে' বসে পড়াশোনা করার অনুভূতি, ক্লাসরুম দেখে রোজ আসছে পড়ুয়ারা! ছোটদের শেখার মজা দ্বিগুণ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Unique Classroom : ক্লাসরুমটি সাজানো হয়েছে ট্রেনের বগির আদলে। দেখলে আপনার মনে হবে যেন একটা ট্রেনের কামরা পরপর দাঁড়িয়ে আছে।
বেলডাঙা, কৌশিক অধিকারী: বিদ্যালয়ের ক্লাসরুমটি সাজানো হয়েছে ট্রেনের বগির আদলে। হঠাৎ দেখলে আপনার মনে হতেই পারে যেন একটা ট্রেনের কামরা পরপর দাঁড়িয়ে আছে। কিন্তু বাস্তবে তা নয়, বিদ্যালয় শ্রেণিকক্ষ গুলিকেই কামরার রূপ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বেলডাঙ্গা চক্রের ৩০নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়।
এভাবে নিজেদের স্কুলকে সাজিয়ে তুলে এক অনন্য নজির সৃষ্টি করেছে এই প্রাথমিক বিদ্যালয়টি। এমনকী আছে আইসোলেশন বিভাগও। জানা গিয়েছে, গতানুগতিকতার বাইরে বেরিয়ে ট্রেনের কামরায় বসে পড়াশোনা করলে কেমন হয়? সেই অনুভূতি পড়ুয়াদের দিতে এই উদ্যোগ। স্কুলের প্রধান বিশ্বজিৎ বাবুর মনে হয়েছিল, এভাবে শিশুদের আকৃষ্ট করা যাবে। আর তাই ট্রেনের কামরার ধাঁচে সাজিয়ে তোলা হয়েছে স্কুলের ক্লাসরুম
advertisement
আরও পড়ুন : বর্জ্য প্লাস্টিক ভর্তি বোতল জমা করলেই মিলছে ২ টাকা,পড়ুয়াদের আগ্রহ তুঙ্গে! দূষণ রুখতে অভিনব ভাবনা
advertisement
মুর্শিদাবাদ জেলার বেলডাঙা ৩০নং আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় অন্য ভাবেই পাঠ দান দেওয়া হয় ছাত্র ছাত্রীদের। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৮৬ জন । প্রাক প্রাথমিক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের জন্য তৈরি করা আছে দ্বিতল ভবন। আর ভবনেই আছে চমক। ট্রেনের কামরা আছে আস্ত। যা নাম দেওয়া আছে আন্ডিরণ রাজধানী এক্সপ্রেস। বিদ্যালয়ের মধ্যেই রয়েছে একটি পার্ক।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাজানো আছে ছোট বেলার একাধিক খেলার স্মৃতি। স্কুলের সিঁড়িতেও রয়েছে শিক্ষার পাঠ। বিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা ১৮৬ জন, নিয়মিত পঠন পাঠন নিতে হাজির হন পড়ুয়ারা। আছে ডিজিটাল প্রযুক্তিতে উপস্থিতির সংখ্যাও। স্কুলে বর্তমানে শিক্ষক রয়েছেন চার জন। যদিও এই ভবনের পুরো কৃতিত্বটাই প্রধান শিক্ষকের। ছাত্র ছাত্রী থেকে অভিভাবকরা সকলেই কুর্নিশ করছেন বিদ্যালয়ের পঠন পাঠন থেকে স্কুলের পরিবেশ নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
November 11, 2025 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Unique Classroom : 'রাজধানী এক্সপ্রেসে' বসে পড়াশোনা করার অনুভূতি, ক্লাসরুম দেখে রোজ আসছে পড়ুয়ারা! ছোটদের শেখার মজা দ্বিগুণ
