গভীর রাতে রহস্যময় বাড়ি ঘিরে ফেলল পুলিশ! যা উদ্ধার হল, জেনে চমকে উঠল গোটা গ্রাম

Last Updated:

মোবারক আগেও এই কারবারের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায় : গোপন অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। সোমবার গভীর রাতের এই অভিযানে বেলডাঙ্গা থানার কালিতলা এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি।
এই ঘটনায় ওি বাড়ির মালিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে, অভিযানে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুটি ওয়ান শাটার পিস্তল ও চার রাউন্ড গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে বাড়ি মালিক মোবারক শেখকে আটক করা হয়। মঙ্গলবার তাঁকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়।
আরও পড়ুন : নদী বাঁধের নতুন পাহারাদার, রক্ষক হবে সুন্দরবনের অর্থনীতিরও! পরিত্রাতা হচ্ছে তাল ও কেওড়া
এই বিষয়ে বেলডাঙ্গা এসডিপিও ডঃ উত্তম গড়াই জানিয়েছেন, মোবারক আগেও আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। তারপর অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অস্ত্রগুলি। তিনি আরও জানান, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কেন মজুত করে রাখা হয়েছিল, সেই দিকেই মূলত তদন্ত চলছে।
advertisement
advertisement
আরও পড়ুন : হাসপাতালের মর্গে পচা দেহ, ছড়াচ্ছে দুর্গন্ধ! দেড় মাস ধরে অচল বৈদ্যুতিন চুল্লি
অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতারাতি পুলিশি অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে রহস্যময় বাড়ি ঘিরে ফেলল পুলিশ! যা উদ্ধার হল, জেনে চমকে উঠল গোটা গ্রাম
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement