ভোটের আগে নজরে গ্রামীণ রাস্তা! জেলায় জেলায় ৯ দফা প্রচারের কৌশল পথশ্রী প্রকল্প নিয়ে

Last Updated:

সামনেই বিধানসভা ভোট। তার আগে গ্রামাঞ্চলের রাস্তা সারাই থেকে নির্মাণে ‘পথশ্রী’ প্রকল্পকে সামনে রেখে উন্নয়নকে তুলে ধরতে চলেছে রাজ সরকার। আর এই জন্যই মোট ৯ দফার প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। ২২ জেলার ৯ হাজার ১১৪ কিলোমিটার রাস্তার টেন্ডার প্রক্রিয়া মাঝ পথে চলছে বলে খবর।

পথশ্রী প্রকল্পের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার
পথশ্রী প্রকল্পের উপর জোর দিতে চাইছে রাজ্য সরকার
কলকাতা: সামনেই বিধানসভা ভোট। তার আগে গ্রামাঞ্চলের রাস্তা সারাই থেকে নির্মাণে ‘পথশ্রী’ প্রকল্পকে সামনে রেখে উন্নয়নকে তুলে ধরতে চলেছে রাজ সরকার। আর এই জন্যই মোট ৯ দফার প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। ২২ জেলার ৯ হাজার ১১৪ কিলোমিটার রাস্তার টেন্ডার প্রক্রিয়া মাঝ পথে চলছে বলে খবর। নবান্ন সূত্রে খবর চলতি মাসের শেষে অথবা নববর্ষের শুরুতেই এই প্রকল্পের কাজ শুরু করতে।
এই জন্য রাজ্য জুড়ে প্রতিটি জেলার প্রস্তাবিত প্রতিটি রাস্তার শিলন্যাস একসঙ্গে একই দিনে একই সময় করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ালি এই প্রকল্পের শিলন্যাস করলেও বিধায়ক থেকে গ্রাম পঞ্চায়েত স্থানীয় জনপ্রতিনিধিদের নিজের এলাকার প্রস্তাবিত ‘পথশ্রী’ প্রকল্প স্থলে শিলন্যাস অনুষ্ঠানে থাকবেন।
রাজ্য সরকারের দুই গ্রামীণ প্রকল্প ‘পথশ্রী’ ও ‘বাংলার বাড়ি’ এক জন অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দিতে হবে। এই ব্যাপারে তৃণমূল স্তরে সচেতনতা প্রচারের কর্মসূচি নিতে হবে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আশানুরূপ সাহায্য না পেলেও রাজ্য সরকার নিজের অর্থে উন্নয়নের স্বার্থে এই প্রকল্প গ্রহণ করেছে। এই প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে। আর এই জন্যই নবান্নের পক্ষ থেকে ৯ দফা প্রচার কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে জেলাগুলিকে।
প্রতিটি গ্রাম পঞ্চায়ত এলাকায় কোন কোন রাস্তা পথশ্রী প্রকল্পের হাত ধরে নির্মাণ ও মেরামতি শুরু হয়েছে বা হচ্ছে তা নিয়ে মাইকে প্রচার চালাতে হবে নিয়মিত। এই জন্য একটি গাড়িতে মাইক লাগিয়ে পাড়ায় পাড়ায় এই প্রচারের ব্যবস্থা করতে হবে। হ্যান্ডবিল বা লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিলি করতে হবে। পঞ্চায়েত দফতরকে এই প্রকল্প নিয়ে অডিও ক্যাসেট তৈরি করে পাড়ায় পাড়ায়, হাটে-বাজারে নিয়মিত বাজানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
advertisement
প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্প নিয়ে ব্যাপক প্রচারের স্বার্থে হোর্ডিং, ফ্লেক্স, পোস্টারের ব্যবস্থা করতে হবে।
শিলান্যাসের পরই ট্যাবলো তৈরি করে গ্রামের বিভিন্ন রাস্তায় প্রচার করতে হবে। প্রস্তাবিত রাস্তার ধারে প্রকল্পের বিস্তারিত তথ্য সহ বোর্ড লাগাতে হবে। যাতে সাধারণ মানুষ জানতে পারে। অবশ্যই করে বোর্ডে লিখতে হবে এই প্রকল্প রাজ্য সরকারের।
advertisement
জেলা ও বিডিও স্তরে সমাজ মাধ্যমে প্রচার চালাতে হবে প্রকল্প নিয়ে। সাংবাদপত্রে প্রচারের জন্য সাংবাদিক বৈঠক করতে মহকুমা ও বিডিও স্তরে। পাশাপাশি লোকাল কেবল চ্যানেলগুলিতেও নিয়মিত প্রচার করতে হবে। যাতে এলাকার মানুষ জানতে পারে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড। সরকারি উদ্যোগের জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করে এ বিষয়ে প্রচার চালাতে হবে। প্রতিটি সভায় যেন ৫০ শতাশ মহিলার উপস্থিতি থাকে। জেলায় জেলায় এই নির্দেশই নবান্নের তরফে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভোটের আগে নজরে গ্রামীণ রাস্তা! জেলায় জেলায় ৯ দফা প্রচারের কৌশল পথশ্রী প্রকল্প নিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement