Jhargram News: দুর্গাপুজোর আগে বিরাট চমক! খুশির খবর দিল ঝাড়গ্রাম পৌরসভা, জানলে চমকে যাবেন

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রাম পৌরসভার ১০টি রাস্তা নতুন করে সংস্কার ও সম্প্রসারণ হতে চলেছে। যার জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি টাকা। পুজোর আগেই শুরু হয়ে যাবে রাস্তার কাজ।

+
বদলাতে

বদলাতে চলেছে ঝাড়গ্রাম পৌরসভার হাল-হাকিকত, জানেন কিভাবে?

ঝাড়গ্রাম:  দুর্গাপূজার আগে খুশির খবর দিল ঝাড়গ্রাম পৌরসভা। বৃষ্টির জন্য পৌর এলাকার যে সমস্ত রাস্তা গুলি ভগ্নপ্রায় দশা হয়েছিল সেগুলি সংস্কার ও সম্প্রসারণ করার জন্য প্রায় ২ কোটি টাকার অনুমোদন পেয়েছে পৌরসভা। জানা গিয়েছে, ঝাড়গ্রাম পৌরসভার মোট ১৮ টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই শুরু হতে চলেছে কাজ।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর ওয়ার্ডে ২৬ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয় করে একটি পিচ রাস্তা সম্প্রসারণ হবে। এছাড়াও ১২ ও ১৪ নম্বর ওয়ার্ডের জন্য ৪০ লক্ষ ৫০ হাজার টাকা ২টি পিচ রাস্তার জন্য দেওয়া হবে। ১২ নম্বর ওয়ার্ডে ৮ লক্ষ ৫৯ হাজার টাকা ব্যয়ে, ১৮ নম্বর ওয়ার্ডে ১২ লক্ষ ৮০ হাজার টাকা ব্যয় করে একটি পিচ রাস্তার সংস্কার হবে। এছাড়াও সংস্কার হবে ১৪, ১৭, ৪, ১৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট। মোট ১০টি রাস্তার সংস্কার ও সম্প্রসারণ এর কাজ হতে চলেছে যার জন্য ব্যয় হচ্ছে ১ কোটি ৮১ লক্ষ ৮১ হাজার টাকা।
advertisement
advertisement
ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, “বৃষ্টির জন্য পৌর এলাকার একাধিক রাস্তার বেহাল অবস্থায় রয়েছে। আমরা ১০টি রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম। সেই মত প্রায় ২ কোটি টাকা পেয়েছি । খুব শীঘ্রই ১০টি রাস্তার সংস্কার ও সম্প্রসারণ এর কাজ শুরু হতে চলেছে”।
advertisement
ঝাড়গ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন কুমার দাস বলেন, “কয়েক বছর ধরে আমাদের এই রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে । রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে পাথর বেরিয়ে রয়েছে, কোথাও আবার বড় বড় গর্ত যেখানে বৃষ্টি হলে জল জমে যায়। রাস্তাটির সংস্কার ও সম্প্রসারণ করা হবে পৌরসভার পক্ষ থেকে এটা জানতে পারার পর খুবই ভাল লাগছে”।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: দুর্গাপুজোর আগে বিরাট চমক! খুশির খবর দিল ঝাড়গ্রাম পৌরসভা, জানলে চমকে যাবেন
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement