Fraud Alert: সাবধান! সোশ্যাল মিডিয়ায় একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন ‘এই’ ব্যাক্তি!
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Fraud Alert: একাধিকবার তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে।
পশ্চিম মেদিনীপুর: তিনি মহকুমা শাসক, তিনি নাকি সামাজিক মাধ্যমে একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন! শুনতে অবিশ্বাস্য হলেও এটাই ঠিক। তবে তিনি আসল মহকুমা শাসকই নয়, তার ছবি ব্যবহার করে কেউ বা কারা ভুয়ো অ্যাকাউন্ট খুলে একাধিক ব্যক্তির কাছে আসবাবপত্র বিক্রির নাম করে টাকা চাইছেন। যা ঘিরে শোরগোল পড়েছে গোটা এলাকা জুড়ে। তবে সকলকে সচেতন ও সজাগ হওয়ার বার্তা দিয়েছেন স্বয়ং মহকুমা শাসক।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস। এক দুবার নয়, একাধিকবার তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বহু মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। যা নিয়ে তিতিবিরক্ত তিনি। তবে সকলের কাছে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত প্রায় দশ বারেরও বেশি বার সুমন বিশ্বাসের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে সামাজিক মাধ্যমে কেউ বা কারা বন্ধু পাতিয়ে মেসেজ করে টাকা চাইছে। তাদের খপ্পরে পড়ে কেউ গাঁটের কড়িও হারিয়েছেন। তবে তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
বর্তমান সময়ে প্রতারকেরা কোনও প্রতিষ্ঠিত ব্যক্তির নামে সামাজিক মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে অন্যান্য বন্ধুদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে টাকা চাইছে। কখনও শারীরিক অসুস্থতার নাটক, আবার কখনও পুরনো কোন আসবাবপত্র বিক্রির কথা বলে টাকা দাবি করছে। মহকুমা শাসক জানিয়েছেন, তিনি এই ধরনের কোনও কাজ করেননি। তবে কোনও আধিকারিক সাধারণত মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিংবা আসবাবপত্র বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার পর বিক্রি করে দিয়ে যান না। তাই এই ধরনের কোন মেসেজ গেলে সচেতন হতে হবে সবাইকে।
advertisement
এছাড়াও কোনও প্রতিষ্ঠিত ব্যক্তি নামে অ্যাকাউন্ট খুলে কেউ টাকা চাইলে, তৎক্ষণাৎ তার কতগুলি প্রোফাইল আছে তা জানা জরুরি। সেক্ষেত্রে পরিষ্কার না হতে পারলে পরিচিত ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা দরকার।
advertisement
প্রতারকদের বর্তমান টার্গেট বিভিন্ন প্রতিষ্ঠিত পুলিশ, আধিকারিক, আমলারা। সেক্ষেত্রে অন্যান্য সাধারণ মানুষ অতি সহজেই বিশ্বাস করে তাদের দেওয়া নির্দিষ্ট অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে দেন।
তাই এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 8:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Alert: সাবধান! সোশ্যাল মিডিয়ায় একাধিক বন্ধুদের মেসেজ করে টাকা চাইছেন ‘এই’ ব্যাক্তি!