South 24 Parganas: কালের নিয়মে হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি রক্ষায় উদ্যোগী হল বাউল-ফকির দল, ডায়মন্ডহারবারে শুরু 'প্রভাতী'
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Baul Fakir: সংস্কৃতি রক্ষায় ডায়মন্ডহারবারে শুরু হল বাউল-ফকির দলের প্রভাতী পরিক্রমা। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া পরিক্রমা নতুনভাবে শুরু করে বাংলার সংস্কৃতি রক্ষার বার্তা দিচ্ছে ডায়মন্ডহারবারের বাউল-ফকির সম্প্রদায়।
ডায়মন্ডহারবার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সংস্কৃতি রক্ষায় ডায়মন্ডহারবারে শুরু হল বাউল-ফকির দলের প্রভাতী পরিক্রমা। আগে এই প্রভাতী পরিক্রমা সারাবছর ধরে হলেও একসময় সেই চল প্রায় উঠে যায়। এবার সেই পরিক্রমা নতুনভাবে শুরু করে বাংলার সংস্কৃতি রক্ষার বার্তা দিচ্ছে ডায়মন্ডহারবারের বাউল-ফকির সম্প্রদায়।
শহর যখন ঘুম ভেঙে জেগে উঠছে সেই সময়ে পথচলতি এক ঝাঁক মানুষের মাঝে বাউলের সুর পৌঁছে দেয় এই শহরেরই নতুন ও পুরনো কিছু শিল্পী। ডায়মন্ডহারবার শহরের বুকে বিভিন্ন জায়গায় এই বাউল সম্প্রদায় তাদের গানের ডালি নিয়ে উপস্থিত হয়। তাদের দেখতে বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয়। শহরের বুকে হঠাৎ এই গান বাজনা ডায়মন্ডহারবারকে যেন একটি অন্য পরিবেশে নিয়ে যায়। এই প্রভাতী পরিক্রমা চলবে বলে জানিয়েছেন শিল্পীরা।
advertisement
আরও পড়ুনঃ গঙ্গাসাগরের সমুদ্র ভাঙন রুখতে এবার নেদারল্যান্ডসের প্রযুক্তির দ্বারস্থ রাজ্য সরকার! পরিদর্শনে চার ডাচ প্রতিনিধি
এ নিয়ে তরুণ বাউল আ্যঞ্জি জেন জানিয়েছেন, প্রভাতী পরিক্রমা বাংলার সংস্কৃতি। সেটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই প্রয়াস। শুধু প্রভাতী নয়, সকাল সন্ধ্যার বাউলের আড্ডা অথবা আরও অন্যান্য সাংস্কৃতিক চর্চা এভাবে ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে। তার একটি অংশ হিসাবে এই প্রভাতী অনুষ্ঠান করা হয়েছে। গান গাইতে গাইতে গোটা শহর পরিক্রমা করছেন তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে সমীর দাস বাউল জানিয়েছেন, মানুষের কাছ থেকে ভাল সাড়া মিলেছে এ নিয়ে। ফলে উৎসাহ বাড়ছে। তাঁরা চান, আরও অনেকেই এগিয়ে আসুক তাদের সঙ্গে। মুক্ত চিন্তার প্রসার, চৈতন্য ভাবধারার উদয়-সহ বিশ্বজুড়ে শান্তির ধ্বনি আবার ছড়িয়ে পড়ুক এটাই চাইছেন তাঁরা। এই লক্ষ্যে সারাবছর কাজ করতে চাইছেন বাউল-ফকির সম্প্রদায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 14, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas: কালের নিয়মে হারিয়ে যাওয়া বাংলা সংস্কৃতি রক্ষায় উদ্যোগী হল বাউল-ফকির দল, ডায়মন্ডহারবারে শুরু 'প্রভাতী'
