Hooghly News: নির্বাচন হোক সুষ্ঠুভাবে, অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোটের বার্তা নিয়েই গান বাউলশিল্পীর
- Reported by:Rahi Haldar
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Hooghly News: শান্তিপূর্ণ ও ভয়মুক্ত লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে গান বাঁধলেন এক বাউল। কোলে ডুগি ও হাতে একতারা নিয়ে জেলার বিভিন্ন পথঘাট, রেলস্টেশনে গান গেয়ে মানুষজনকে সচেতন করছেন স্বপন দত্ত বাউল।
হুগলি: বাউল গানে বারবার উঠে এসেছে দেহতত্ত্বের কথা। তবে এবার বাউলের কণ্ঠে সমাজতত্ত্ব। শান্তিপূর্ণ ও ভয়মুক্ত লোকসভা নির্বাচনের বার্তা নিয়ে গান বাঁধলেন এক বাউল। কোলে ডুগি ও হাতে একতারা নিয়ে জেলার বিভিন্ন পথঘাট, রেলস্টেশনে গান গেয়ে মানুষজনকে সচেতন করছেন স্বপন দত্ত বাউল।
লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে এসেছে। রাজ্যের শাসক দল-সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেওয়াল লিখনে ও নির্বাচন প্রচারের বিভিন্ন সভা এবং মিটিং মিছিলে ব্যস্ত। ঠিক সেই সময় জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কোল ডুগি ও হাতে একতারা নিয়ে নিজের লেখা বাউল সুরে বাউল গান গেয়ে নির্বাচনের শান্তিপূর্ণ ও সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়-এর স্বনাম ধন্য স্বপন দত্ত বাউল।
advertisement
advertisement
বর্ধমান জেলা প্রশাসন নির্বাচন দফতর এবং রাজ্য ও কেন্দ্র নির্বাচন কমিশনের সম্মানিত শিল্পী হলেন স্বপন দত্ত বাউল। সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে নিজের উদ্যোগেই নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে লোকসভা ভোট সচেতন করতে বাউলগানে পথে নেমে পড়েছেন তিনি। তিনি তারকেশ্বর রেল স্টেশন, মন্দির চত্বরে ও বাস স্ট্যান্ডে এবং জনবহুল গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে বাউল গানে লোক সভাভোট দানে পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করেন তিনি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2024 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: নির্বাচন হোক সুষ্ঠুভাবে, অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোটের বার্তা নিয়েই গান বাউলশিল্পীর









