North 24 Parganas News : জ্বর-ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, পরিবার ফিরে পেল নিথর দেহ! চিকিৎসায় গাফিলতির অভিযোগ

Last Updated:

North 24 Parganas News : ষষ্ঠ শ্রেণির ছাত্রী ববিতা সামান্য জ্বর ও হাত-পায়ে অসহ্য ব্যথা নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালে নার্সদের সঙ্গে বচসা
হাসপাতালে নার্সদের সঙ্গে বচসা
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা : বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। বিনা চিকিৎসায় এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এদিন এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা তৈরি হয়। নার্সদের সঙ্গে বচসা, পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম ববিতা সরদার। বয়স ১৩। বাড়ি সন্দেশখালি ১ নম্বর ব্লকের কালিনগর দক্ষিণ বেদেমারি গ্রামে। ষষ্ঠ শ্রেণির ছাত্রী ববিতা গতকাল সামান্য জ্বর ও হাত-পায়ে অসহ্য ব্যথা নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। পরিবারের অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে সারারাত কোনও চিকিৎসকই তার চিকিৎসা করেননি। একাধিকবার নার্সদের কাছে সাহায্য চাইলে তারা জানান ডাক্তার নেই, এবং পরে রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ।
advertisement
advertisement
অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় এদিন সকালে মৃত্যু হয় ওই ছাত্রীর। এরপর ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়-স্বজনরা। হাসপাতালের ভেতরে ও বাইরে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারাও। প্রশ্ন উঠছে, সুপার স্পেশালিটি হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে চিকিৎসকের অভাবে কীভাবে এমন মৃত্যু ঘটে!
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় বসিরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবিউল ইসলাম গায়েন জানান, ঘটনাটি শুনেছি, অভিযোগ জমা পড়লে অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। তবে বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনা অস্বীকার করে বলেন, কখনও কখনও রোগীর পরিবারের সঙ্গে সেভাবে হয়তো যোগাযোগ হয়ে ওঠেনি। আমরা  বিষয়টি খতিয়ে দেখছি। স্থানীয়দের দাবি, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার ওপর কঠোর নজরদারি ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে এই ধরনের ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News : জ্বর-ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, পরিবার ফিরে পেল নিথর দেহ! চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement