Border Security : নজর এড়িয়ে মাছি গলার জো নেই! বাংলাদেশে অশান্তির আশঙ্কায় সীমান্তজুড়ে বেড়েছে নাকা চেকিং

Last Updated:

Border Security : বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় সহ সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে জোরকদমে চলছে নাকা চেকিং। 

নাকা চেকিং বসিরহাট সেতুতে
নাকা চেকিং বসিরহাট সেতুতে
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা : বাংলাদেশে অস্থিরতার আশঙ্কা, তৎপর ভারতীয় প্রশাসন, সীমান্তবর্তী এলাকায় জোর কদমে নাকা চেকিং। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ যে কোনও মুহূর্তে অশান্ত হয়ে উঠতে পারে, এই আশঙ্কায় নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। প্রতিবেশী দেশের পরিস্থিতি রুক্ষ হলে সীমান্ত পেরিয়ে বিপুল সংখ্যক মানুষ ভারতে প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।
ইতিমধ্যে একের পর এক বিস্ফোরণ ও নাশকতায় কেঁপে উঠেছে রাজধানী দিল্লি থেকে ভূস্বর্গ কাশ্মীর পর্যন্ত। তাই নিরাপত্তায় কোনও রকম ঢিলেমি রাখতে চাইছে না প্রশাসন। এদিন সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে বসিরহাট মহকুমার স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, হেমনগর ও বসিরহাট সহ সীমান্তবর্তী থানা এলাকাগুলিতে জোর কদমে চলছে নাকা চেকিংয়ের প্রক্রিয়া।
advertisement
advertisement
সীমান্ত থেকে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করা প্রতিটি গাড়িকে নজরে রাখছে সীমান্ত রক্ষী বাহিনী ও বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা। বাস, অটো, টোটো সহ সবরকম  যাত্রীবাহী ছোট- বড় গাড়ি, পণ্যবাহী লরি এমনকী বাইক, সবকিছুকেই দাঁড় করিয়ে চলছে কড়া নাকা চেকিংয়ের প্রক্রিয়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, একদিকে গত সপ্তাহে দিল্লি ও কাশ্মীরে পরপর নাশকতা, অন্যদিকে প্রতিবেশী দেশের সম্ভাব্য অশান্ত পরিস্থিতি, দুইয়ের জেরেই যথেষ্ট সতর্ক ভারতীয় প্রশাসন। ক্যামেরার সামনে প্রশাসনিক আধিকারিকরা মুখ না খুললেও পক্ষান্তরে স্বীকার করছেন, সবরকম পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Border Security : নজর এড়িয়ে মাছি গলার জো নেই! বাংলাদেশে অশান্তির আশঙ্কায় সীমান্তজুড়ে বেড়েছে নাকা চেকিং
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না, সপ্তাহান্তে হবে পারদপতন, থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্যে শীতের আমেজে ভাটা পড়ছে না

  • সপ্তাহান্তে পারদপতন

  • থাকবে কুয়াশার দাপটও

VIEW MORE
advertisement
advertisement