Aadhaar Card: ৫০০-১০০০ যে যা পারছে লুটে নিচ্ছে...! পোস্ট অফিসে আধার কার্ড করাতে গিয়ে চরম সর্বনাশ! দলে দলে ফিরে যাচ্ছে দূর-দূরান্তের মানুষ

Last Updated:

Aadhaar Card: ডাকঘরে আধার কার্ড করাতে গিয়ে জেরবার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এমনকী কম্পিউটারে লিঙ্ক না থাকায় প্রায় রোজই মানুষজনকে ফিরে যেতে হচ্ছে। বাধ্য হয়ে বাইরে গজিয়ে ওঠা দোকান ও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড করাতে গিয়ে গুনতে হচ্ছে ৩৫০ থেকে শুরু করে ৫০০, এমনকী ১ হাজার টাকাও।

ডাকঘর 
ডাকঘর 
দক্ষিণ ২৪ পরগনা: ডাকঘরে আধার কার্ড করাতে গিয়ে জেরবার হচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, ফিঙ্গারপ্রিন্ট মেশিন খারাপ হয়ে পড়ে আছে দীর্ঘদিন। এমনকী কম্পিউটারে লিঙ্ক না থাকায় প্রায় রোজই মানুষজনকে ফিরে যেতে হচ্ছে। বাধ্য হয়ে বাইরে গজিয়ে ওঠা দোকান ও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড করাতে গিয়ে গুনতে হচ্ছে ৩৫০ থেকে শুরু করে ৫০০, এমনকী ১ হাজার টাকাও। সেখানে লিঙ্ক, মেশিন সব ঠিকই থাকছে। এর জেরে ক্ষুব্ধ মানুষ। কবে লিঙ্ক আসবে? মেশিন কবে ঠিক হবে? এসব প্রশ্ন করলে ডাকঘরের কর্মীরা উল্টে গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন বলে অভিযোগ। এভাবেই চলছে বারুইপুরের মেন ও মদারাট ডাকঘর।
যদিও বারুইপুর মেইন ডাকঘরের পোস্টমাস্টার এ ব্যাপারে কিছু বলতে চাননি। নতুন আধার কার্ড তৈরি থেকে আধার কার্ড আপডেট- কোনও কাজই হচ্ছে না বারুইপুরের মেইন ও মদারাট ডাকঘরে। বারুইপুর মেন ডাকঘরে ১৫ দিন আগে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, মেশিন বিকল। ফলে দূর-দূরান্তের মানুষ এসে ফিরে যাচ্ছে।
সুন্দরবনের কুলতলি থেকে শুরু করে জয়নগর, রায়দিঘি, মথুরাপুর এলাকার মানুষজন ভিড় করেন মেইন ডাকঘরে। গ্রাহকদের অভিযোগ, কবে মেশিন ঠিক হবে, কেউ বলতে পারছেন না। উল্টে খারাপ ব্যবহার করা হচ্ছে গ্রাহকদের সঙ্গে। বাইরে বিভিন্ন সাইবার কাফে, গজিয়ে ওঠা দোকানে কালোবাজারি চলছে। আধার কার্ডের কাজ করতে যে যাঁর মতো টাকা নিচ্ছেন। কেউ নিচ্ছেন ৩৫০ টাকা কেউ বা ৫০০ থেকে ১ হাজার টাকা।
advertisement
কুলতলির বাসিন্দা স্বপন হালদার বলেন, বারুইপুরের মেন ডাকঘরের যদি এই অবস্থা হয়, তাহলে অন্য জায়গার হাল কী! একটা মেশিন ১৫ দিন ধরে ঠিক করতে পারছে না। আবার বারুইপুরের মদারাট ডাকঘরে কম্পিউটারে লিঙ্ক না থাকায় রোজ ফিরতে হচ্ছে মানুষজনকে।
advertisement
আটঘড়ার বাসিন্দা কাজল ঘোষ বলেন, নতুন তারিখ দিয়ে বলে দেওয়া হচ্ছে, ওইদিন কাজ হবে। আবার সেদিন ডাকঘরে এলে বলা হচ্ছে, লিঙ্ক নেই। আজ হবে না। কীভাবে জানব লিঙ্ক কবে আসবে? ডাকঘরের কর্মীরা বলছেন, ল্যান্ড ফোন খারাপ। এসে ঘুরে যাবেন, যদি ঠিক হয়। আমাদের সঙ্গে মজা চলছে ডাকঘরে। গ্রাহকরা বলেন, এদিকে, বাইরের সাইবার কাফেতে কম্পিউটারে লিঙ্ক ঠিকই থাকছে। মোটা টাকা দিয়ে সেখানে কাজ করা হচ্ছে। এদিকে, সরকারি জায়গায় লিঙ্ক থাকছে না। কেউ বলারও নেই।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aadhaar Card: ৫০০-১০০০ যে যা পারছে লুটে নিচ্ছে...! পোস্ট অফিসে আধার কার্ড করাতে গিয়ে চরম সর্বনাশ! দলে দলে ফিরে যাচ্ছে দূর-দূরান্তের মানুষ
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement