Circus : একচেটিয়া শো, এক মাস ধরে আনন্দ! শীত আর সার্কাসের জুটি আবার একসঙ্গে, বারুইপুরের রাস মেলা জমজমাট
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Circus : ধীরে ধীরে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সার্কাস, যা দেখতে পাওয়া যাচ্ছে বারুইপুর রাস মেলাতে। এবারে বারুইপুরের রাসের মেলার প্রধান আকর্ষণ।
বারুইপুর, সুমন সাহা : ধীরে ধীরে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সার্কাস, যা দেখতে পাওয়া যাচ্ছে বারুইপুর রাস মেলাতে। এবারে বারুইপুরের রাসের মেলার প্রধান আকর্ষণ সার্কাস। এই রাস মেলায় আধুনিক সার্কাসের দল যেমন আসে, তেমনি এবছরও দেখা মিলেছে সার্কাসের। শীতকাল আর সার্কাস ওতপ্রোতভাবে জড়িত। একসময় এই জুটি ছিল হিট।
ছোটবেলায় শীতকাল এলেই সার্কাসের জন্যে অধির আগ্রহে অপেক্ষা করে থাকতেন গ্রাম বাংলার মানুষ। এখন সেই সব দিন ইতিহাস। বিনোদনের তালিকায় নিত্যনতুন অনেক কিছু যোগ হওয়ায়, সেই তালিকায় ব্রাত্য সার্কাস। জন্তু, জানোয়ার নিয়ে খেলা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। তখনই নিজের জৌলুস হারিয়েছে সার্কাস। ক্রমেই হারিয়ে যাচ্ছে ট্রাপিজ, জাগলিং, জোকার, মোটর সাইকেল খেলা দেখানো শিল্পীরা।
advertisement
advertisement
এই সব শিল্পীদের খেলা দেখার জন্যে ভিড় হত আট থেকে আশির। তবুও পুরনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এশিয়ার এক নম্বর সার্কাস সংস্থা নানারকম প্রয়াস চালিয়ে যাচ্ছে। প্রতিদিন এই সার্কাসের তিনটি করে শো চলবে। সার্কাসের শুরুতেই উপচে পড়া ভিড়। মণিপুরি ছেলে-মেয়েরা এখানে আছেন। তাঁরা জিমন্যাস্টিকের খেলা দেখিয়ে দর্শকদের মন ভরাবেন। তিন জন জোকার মজার খেলা দেখাবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মেলা চলে একমাস ধরে। আরে এই এক মাস ধরেই চলবে সার্কাস। সার্কাস দেখতে দূর দুরন্ত মানুষ ভিড় করতে দেখা যাচ্ছে বারুইপুরের রাস মাঠে। ফলে বাংলায় একদিকে যেমন শীতের আমেজ উপভোগ করছেন মানুষ, তেমনভাবেই সার্কাসের আয়োজনে তা আরও উপভোগ্য হয়ে উঠেছে মানুষের কাছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 10, 2025 2:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Circus : একচেটিয়া শো, এক মাস ধরে আনন্দ! শীত আর সার্কাসের জুটি আবার একসঙ্গে, বারুইপুরের রাস মেলা জমজমাট
