Baroloker Biti Lo: ‘বড়লোকের বিটি লো’ লিখেও তিনি হতদরিদ্র, পদ্মশ্রী পেয়েও ৯০ বছর বয়সে পথে পথে গান গাইতে হয় রতন কাহারকে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Souvik Roy
Last Updated:
Baroloker Biti Lo: তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার।'বড়লোকের বিটি লো' গানের স্রষ্টা তিনিই । ৯০ বছর বয়সের শিল্পী এখনও গান গেয়ে ফেরেন সিউড়ির পথে পথে। তিনিই বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া ভাদু গান।
সৌভিক রায়, বীরভূম: ‘কেউ খোঁজ রাখে না’ – এক সময় আক্ষেপের সুর ঝরে পড়েছিল তাঁর গলায়।তাঁর গাওয়া গান অন্য শিল্পীরা গেয়ে চার্টবাস্টার হিটের তালিকায় জায়গা করে নিয়ে।তাঁর গানে মিশেছে ব়্যাপ।হয়েছে রিমিক্স। আজও বিভিন্ন বিয়ে বাড়ি হোক অথবা অনুষ্ঠান-তাঁর লেখা গান হিটলিস্টে থাকেই।কিন্তু গানের স্রষ্টা কে, অনেকেই জানেন না আজও। তবে তিনি পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।বীরভূমের সিউড়ির বাসিন্দা রতন কাহার।’বড়লোকের বিটি লো’ গানের স্রষ্টা তিনিই । ৯০ বছর বয়সের শিল্পী এখনও গান গেয়ে ফেরেন সিউড়ির পথে পথে। তিনিই বাঁচিয়ে রেখেছেন বাংলার হারিয়ে যাওয়া ভাদু গান।
বীরভূমের সিউড়ির ভট্টাচার্য পাড়ার বাসিন্দা প্রবীণ লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। একসময় ‘আলকাপ’-এর দলে যোগ দিয়েছিলেন। যাত্রাদলে ‘ছুকরি’ সাজার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।যৌবন থেকেই তিনি বেঁধেছেন অজস্র ভাদু ও ঝুমুর গান। পুরস্কার-শংসাপত্র যা পেয়েছেন, তা আর রাখার জায়গা নেই একচিলতে পাকা ঘরে।তবে অভাব নিত্যসঙ্গী তাঁর। কাঁপা কাঁপা কন্ঠে এমনটাই জানালেন তিনি। যেখানে আর পাঁচটা সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা লাভ করছে সেখানেই রতন কাহারের মত এক শিল্পীর অভাব যেন নিত্যদিনের সঙ্গী।
advertisement
আরও পড়ুন : বন্দিশালা থেকে শুরু পথ চলা, ৭৫ তম বর্ষপূর্তির অপেক্ষায় দিন গুনছে বিশ্বখ্যাত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান
চোখে মুখে বয়সের ভার লক্ষ করা যায় শিল্পীর। আগের মতো সেই ভাবে আর চলাফেরা এবং গান গাওয়া হয়ে ওঠে না, তবে চর্চা তিনি চালিয়ে যান। তিনি বলেন তিনি কখনও কারওর কাছে হাত পাততে শেখেননি। আর সেই কারণেই আজ অভাব তার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। লোকলজ্জায় ক্যামেরার সামনে কিছু তিনি না জানালেও একান্ত ভাবে জানান তার মাস গেলে ওষুধের খরচা হবে তিন থেকে চার হাজার টাকা। মাসের শেষে সেই টাকা কোথায় থেকে আসবে সেই নিয়ে চিন্তায় পড়ে যান তিনি।
advertisement
advertisement
তিনি বলেন পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তার সম্মান বাড়লেও বাড়ছে না উপার্জনের অংক। অনুষ্ঠানে মেলে না সাম্মানিক, সংসার চালাতে হিমশিম ‘পদ্মশ্রী’ রতন কাহারের। শুধু বড়লোকের বিটি লো নয় এর পাশাপাশি তিনি লিখেছেন একাধিক গান। তবে তাঁর লেখা আজ সমস্ত গানের খাতা মোড়া রয়েছে মাকড়সার জালে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2024 6:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baroloker Biti Lo: ‘বড়লোকের বিটি লো’ লিখেও তিনি হতদরিদ্র, পদ্মশ্রী পেয়েও ৯০ বছর বয়সে পথে পথে গান গাইতে হয় রতন কাহারকে