West Bengal Assembly Election 2021: অশান্ত বর্ধমানের পালিতপুর, গুরুতর জখম দুই তৃণমূল কর্মী, ভাঙচুর, আগুন
- Published by:Pooja Basu
Last Updated:
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি ও তৃনমূল কংগ্রেসের একে অপরের ওপর অশান্তি সৃষ্টির দায় চাপিয়েছে।
#বর্ধমান: বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল শুরু হতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান। বর্ধমান শহর লাগোয়া পালিতপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম দশ তৃণমূলকর্মী। তাদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে র্যাফ নামানো হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি বাড়তে থাকায় আতঙ্কিত বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় কটুক্তি করাকে কেন্দ্র করে বচসার জেরে স্থানীয় এক তৃণমূল নেতার হোটেলে ভাঙচুর করা হয়।অভিযোগ স্থানীয় এক বিজেপি নেতার নেতৃত্বে এই হামলা করা হয়।এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেই অশান্তি গেয়ে পৌঁছায় পালিতপুর গ্রামে। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতেই গুরুতর জখম হয় তিন তৃণমূল কংগ্রেস কর্মী। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতে ফের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর হয়। এক তৃনমূল কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্হানীয় বাসিন্দারাই উদ্যোগী হয়ে সেই আগুন নেভায়।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি ও তৃনমূল কংগ্রেসের একে অপরের ওপর অশান্তি সৃষ্টির দায় চাপিয়েছে।
advertisement
বিজেপি নেতা শ্যামল রায়ের দাবি, ওই দোকানে মদ বিক্রি করা হচ্ছিলো। তারই প্রতিবাদ করেন এলাকার বাসিন্দারা। এটি একটি গ্রাম্যবিবাদ। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
তৃণমূল নেতা মানস ভট্টাচার্যের অভিযোগ, শান্ত এলাকাকে অশান্ত করার জন্য বিজেপির পক্ষ থেকে অতর্কিতে এই হামলা চালানো হয়। বেছে বেছে তৃনমূলের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। বাঁশ লোহার রড দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়। আমাদের কয়েক জন কর্মীর বাড়িতে ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে। একটি বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুনও ধরিয়ে দেয়। আমরা অবিলম্বে বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2021 2:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Assembly Election 2021: অশান্ত বর্ধমানের পালিতপুর, গুরুতর জখম দুই তৃণমূল কর্মী, ভাঙচুর, আগুন