Assembly Election 2021: ভোটের দিন ত্রিস্তরীয় নিরাপত্তায় বলয়ে মোড়া থাকবে এলাকা, রূপরেখা খতিয়ে দেখলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক

Last Updated:

ভোটের দিন থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এমনটাই জানালেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। শুক্রবার বর্ধমান পৌঁছে তিন জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

#বর্ধমানঃ ভোটের দিন থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এমনটাই জানালেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। শুক্রবার বর্ধমান পৌঁছে তিন জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। তিনি জানান, বুথের ভেতরে যেমন নিরাপত্তা থাকবে তেমনই আঁটোসাঁটো নিরাপত্তা থাকবে বুথের বাইরেও। এ ছাড়াও কড়া নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা যাতে বাড়ি থেকে বুথে আসতে পারবেন তা নিশ্চিত করাই লক্ষ্য কমিশনের। তেমনই প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে কী রূপরেখা তৈরি হয়েছে তা খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা।
ভোটের আগে দুই বর্ধমান-সহ বীরভূম জেলার পুলিশ ও প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি। শুক্রবার বর্ধমান সার্কিট হাউসে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। দুটি পর্যায়ে এই বৈঠক হয়। প্রথম দফায় তিন জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক। পরে তিনি শুধু মাত্র আধা সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করেন।
advertisement
advertisement
বৈঠক শেষে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা জানিয়েছেন, এখনও পর্যন্ত জেলার নির্বাচনী ব্যবস্থায় তিনি খুশী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে, কোনও প্ররোচনা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য জেলা পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে কীভাবে ব্যবহার করা হবে তার রূপরেখা এ দিন খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি তিনি জানান, বিভিন্ন সমাজবিরোধী ও যাঁদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তাঁদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কী কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে ততই এ ব্যাপারে জেলা পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে বলে তিনি জানান। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কী রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও এ দিন খতিয়ে দেখেন তিনি। বিধানসভা নির্বাচনে বুথের ভেতর, বাইরে এবং বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে তাও খতিয়ে দেখেন।
advertisement
বৈঠক শেষে অনিল কুমার শর্মা জানিয়েছেন, তিন জেলার পুলিশি ব্যবস্থায় তিনি খুশী। আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে, কোনও প্ররোচনা ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য জেলা পুলিশ এবং প্যারা মিলিটারি ফোর্সকে কীভাবে ব্যবহার করা হবে তার রূপরেখাও এ দিন তিনি খতিয়ে দেখেছেন।
Saradindu Ghosh
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Assembly Election 2021: ভোটের দিন ত্রিস্তরীয় নিরাপত্তায় বলয়ে মোড়া থাকবে এলাকা, রূপরেখা খতিয়ে দেখলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement