Assembly Election 2021: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলল টায়ার, প্রার্থী পছন্দ না হওয়ায় পূর্বস্থলীতে বিজেপির বিক্ষোভ-রাস্তা অবরোধ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভে উত্তাল হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকা। শুক্রবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীদের একাংশ। তারা অবিলম্বে প্রার্থী বদলের দাবি তুলেছে।
#পূর্বস্থলী: বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভে উত্তাল হল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা এলাকা। শুক্রবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীদের একাংশ। তারা অবিলম্বে প্রার্থী বদলের দাবি তুলেছে। অবিলম্বে স্থানীয় প্রার্থী না করা হলে তারা নিজেদের মনোনীত ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়ে দিয়েছে। প্রার্থী পছন্দ না হওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।
গত বিধানসভা নির্বাচনে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে সিপিএমের কাছে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার এই আসন জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিজেপি নেতৃত্ব। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে এবার নতুন মুখ প্রার্থী করেছে বিজেপি। এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন গোবর্ধন দাস। তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মলিকিউলার মেডিসিন বিভাগের শিক্ষক। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা গোবর্ধনবাবুর বাড়ি পূর্বস্থলীর নিমদহে। তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাড়াও চীন,দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
advertisement
তবে তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ এলাকার বিজেপি নেতৃত্বের একাংশ। তাদের বক্তব্য, উনি দিল্লীতে থাকেন। এলাকার কোনও খবর রাখেন না। এলাকার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নাই। তাঁকে প্রার্থী করা হলে এই আসনে পরাজয় সুনিশ্চিত। তাই স্থানীয় নেতা রানা সিনহাকে প্রার্থী করার দাবিতে সরব হন তারা। রানা সিনহাকে প্রার্থী করার দাবিতে এদিন তাঁর নাম লেখা ব্যানার নিয়ে এলাকায় মিছিল করে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। পূর্বস্থলীর ছাতনি মোড়ে এস টি কে কে রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিক্ষোভকারী বিজেপি নেতা কর্মীদের বক্তব্য, এই আসন জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। স্থানীয় লড়াকু নেতাকে প্রার্থী করা হলে কাঙ্ক্ষিত সেই জয় আসতে পারে। আমরা চাই স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে প্রার্থী বদল করা হোক।
advertisement
advertisement
Saradindu Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 19, 2021 4:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Assembly Election 2021: মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলল টায়ার, প্রার্থী পছন্দ না হওয়ায় পূর্বস্থলীতে বিজেপির বিক্ষোভ-রাস্তা অবরোধ