Bardhaman Rail Station Accident: কান্তির কপাল! মামাবাড়ি থেকে আর ফেরা হল না, বর্ধমান স্টেশনের এই ঘটনায় আপনার চোখ ভিজবে

Last Updated:

Bardhaman Rail Station Accident: সকালেও ট্রেন পায়নি কান্তি এবং তার ভাইয়েরা। তারপর তাঁরা পরবর্তী সন্ধের ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই অপেক্ষার পরিণতি দুর্ঘটনার শিকার। 

+
কান্তির

কান্তির দাদা

পূর্ব বর্ধমান: ট্রেন মিস না হলে হয়তো প্রাণ হারাতে হত না কান্তি বাহাদুরকে। নিশ্চয় ভাবছেন কে এই কান্তি বাহাদুর? বর্ধমান স্টেশন দুর্ঘটনায় এখনও পর্যন্ত যে তিনজন মারা গিয়েছেন তাঁদের মধ্যেই সবচেয়ে কমবয়সি কান্তি বাহাদুর। বয়স ষোলো। বর্ধমান স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনার জেরে প্রাণ হারাতে হয়েছে এই অল্প বয়সি ছেলেটাকে।
কান্তির বাড়ি বিহারের সাহেবগঞ্জে। কান্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, কান্তি বিহার থেকে তাঁর ভাইদের সঙ্গে হুগলি জেলার পান্ডুয়াতে, তাঁর মামার বাড়ি ঘুরতে এসেছিল। মঙ্গলবার বর্ধমান স্টেশন থেকে রাত ৮ টার সময় ট্রেন ধরে আবার দেশের বাড়ি বিহার ফিরে যাওয়ার কথা।
আরও পড়ুন: স্টেশনে হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, বর্ধমানের ঘটনায় বড় পদক্ষেপ নবান্নের
সেই মতো বর্ধমান স্টেশনে মঙ্গলবার হাজির হয় কান্তি বাহাদুর, তাঁর দিদা এবং সঙ্গে থাকা দুই ভাই। তবে ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার কারণে তাঁর দিদা জিআরপি-র সহায়তায় ট্রেনে উঠে গেলেও , কান্তি এবং তাঁর দুই ভাই ট্রেনে উঠতে পারেনি। তাই সারারাত ধরে তাঁরা বর্ধমান স্টেশনেই অপেক্ষা করছিল বুধবার সকালের ট্রেনে বাড়ি ফিরবে বলে।
advertisement
advertisement
তবে কান্তির পরিবারের দাবি, সকালে ওই রুটের ট্রেন বাতিল ছিল। তাই সকালেও ট্রেন পায়নি কান্তি এবং তার ভাইয়েরা। তারপর তাঁরা পরবর্তী সন্ধের ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অবশেষে সেই অপেক্ষার পরিণতি দুর্ঘটনার শিকার। বুধবার বর্ধমান স্টেশনে ঘটে যায় ভয়াবহ দূর্ঘটনা, যার জেরে প্রাণ হারাতে হয় কান্তি বাহাদুরকে। তাই কান্তির পরিবারের দাবি, ট্রেন মিস না হলে হয়তো প্রাণ হারাতে হত না কান্তিকে।
advertisement
এই প্রসঙ্গে কান্তি বাহাদুরের এক দাদা জানিয়েছেন, “মঙ্গলবার যদি ওরা ট্রেনটা পেয়ে যেত, তাহলে ভাল ভাবেই বাড়ি ফিরে যেত। ট্রেন মিস না করলেই বাড়ি পৌঁছে যেত। পরেরদিন সকালেও ট্রেন ছিল না। ওই ট্রেনটাও যদি পেত, তাহলেও ভাল ভাবে বাড়ি চলে যেত। ওরা সেই সন্ধের ট্রেনের আশায় বসে ছিল।” মঙ্গলবার দিদার সঙ্গে ট্রেনে উঠতে পারলে অথবা বুধবার সকালের ট্রেন বাতিল না হলে হয়তো বাড়ি ফিরে যেত কান্তি। বাড়ি সে ফিরছে তবে ময়নাতদন্তের পর কফিনের মধ্যে। স্বভাবতই অল্পবয়সি ছেলের মৃত্যুতে এখন কান্তির পরিবার জুড়ে শুধুই শোকের ছায়া।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Rail Station Accident: কান্তির কপাল! মামাবাড়ি থেকে আর ফেরা হল না, বর্ধমান স্টেশনের এই ঘটনায় আপনার চোখ ভিজবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement