West Bengal News: কুখ্যাত দুষ্কৃতীদল এবার পুলিশের জালে, অপরাধ শুনলে চমকে উঠবেন

Last Updated:

West Bengal News: উদ্ধার প্রচুর মোবাইল ফোন,ইলেকট্রনিক্স সরঞ্জাম,হুগলি জেলা থেকে কুখ্যাত দুষ্কৃতীদের ধরে আনল জামালপুর থানার পুলিশ।

পুলিশের জালে দুষ্কৃতীরা
পুলিশের জালে দুষ্কৃতীরা
#বর্ধমান: পূর্ব বর্ধমান জেলায় এসে মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম চুরি করে নিয়ে যাচ্ছিল হুগলি জেলার দুষ্কৃতীরা! পূর্ব বর্ধমান জামালপুর থানার পুলিশের রাতভর অভিযানে ধরা পড়লো হুগলি জেলার দুজন দাগি দুষ্কৃতী সহ মোট তিন জন। তাদের কাছ থেকেই বেশ কয়েক লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এই জেলায় এসে বিভিন্ন দোকান ভেঙে এইসব সামগ্রী তারা চুরি করত। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় একটানা অভিযান চালায়। সেই অভিযানে ধরা পড়ে দুষ্কৃতীরা।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম পীযূষ হালদার, মৃত্যুঞ্জয় সাহা ওরফে মনি ও মানু সাঁতরা ওরফে বিজয়। এদের মধ্যে পীযূষ জামালপুর থানার জৌগ্রাম পঞ্চায়েতের কলু পুকুর গ্রামের বাসিন্দা। বাকি দুই ধৃতের মধ্যে মৃত্যুঞ্জয় হুগলি জেলার শ্রীরামপুর এবং মানু হুগলির গুড়াপ থানায় এলাকার বাসিন্দা। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
advertisement
এই তিন জনকেই বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও চোরাই সামগ্রী উদ্ধার ও চক্রের বাকিদের হদিশ পেতে পুলিশ ধুতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে।
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই একটি চক্র মোবাইল ফোন চুরির বিষয়ে সক্রিয় রয়েছে বলে খবর ছিল। পুজোর আগে থেকেই এই চক্র টি এই জেলায় বেশ কয়েকটি অপরাধ ঘটিয়েছে। পুজো বা তার পরবর্তী সময়েও মোবাইল ফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। এ ব্যাপারে সব থানাকে সতর্ক করে দেওয়া হয়। তাছাড়াও রাস্তার সিসিটিভি ফুটেজের ওপরও নজর রাখা হচ্ছিল।
advertisement
বুধবার গোপন সূত্র মারফত দুষ্কৃতীদের ব্যাপারে বেশ কিছু তথ্য পায় পুলিশ। এরপরই বিকেলে জামালপুর থানার পুলিশ অভিযানে নামে। হুগলি জেলার বিভিন্ন থানা এলাকায় একটানা অভিযান চালানো হয়।তাতেই এই তিন দুষ্কৃতিকে গ্রেফতার করা সম্ভব হয়।এদের বিরুদ্ধে অতীতে নানান অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা দিয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কুখ্যাত দুষ্কৃতীদল এবার পুলিশের জালে, অপরাধ শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement